কৃষ্ণনগর, 1 জুন : ভিন রাজ্য থেকে ফিরে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে না পরিযায়ী শ্রমিকরা । উলটে কোয়ারানটিনে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছে । অভিযোগ, নদিয়ার কৃষ্ণনগর থানা এলাকার বাসিন্দাদের একাংশের । পুলিশ প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর, প্রায় সব জায়গায় বিষয়টি জানানো হয়েছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হয়েছে । তারপরও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ । প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করা হয় ।
কোয়ারানটিনে না থেকে ঘুরে বেড়াচ্ছে পরিযায়ী শ্রমিকরা, কৃষ্ণনগরে বিক্ষোভ স্থানীয়দের - migrant labors roaming
সরকারের নির্দেশ, ভিন রাজ্য থেকে ফিরলে দিনের কোয়ারানটিনে থাকতে হবে । অথচ সরকারের সেই নির্দেশিকা পরিযায়ী শ্রমিকদের একাংশ মানছে না বলে অভিযোগ । কৃষ্ণনগরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রশাসনকে বলেও কাজ হচ্ছে না ।
লকডাউনের জেরে ভিন রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আটকে ছিল, গত এক সপ্তাহ ধরে তাদের বাড়ি ফেরানোর কাজ শুরু হয়েছে । প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের স্থানীয় স্কুল বা সরকারি কোনও প্রতিষ্ঠানে 14 দিনের কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । অথচ পরিযায়ী শ্রমিকদের একাংশ সেই নির্দেশিকা মানছে না বলে অভিযোগ । তার প্রতিবাদে মাঝেরপাড়া বারোয়ারির সামনের রাস্তা অবরোধ করা হয় ।
আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কৃষ্ণনগর থানার পুলিশ । পুলিশ এসে বিক্ষুব্ধদের অভিযোগ শোনে । পরিযায়ী শ্রমিকদের নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেয় । তারপরই বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা ।