নদিয়া , 13 অগাস্ট : ফোনে হুমকি দেওয়ার জেরে অপসারিত হলেন নদিয়ার জেলাশাসক পবন কাদিয়ান । কয়েকদিন আগে ডানকুনি পৌরসভার এক এগজ়িকিউটিভ অফিসারকে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ ওঠে পবন কাদিয়ানের বিরুদ্ধে ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপও ভাইরাল হয় । শুরু হয় তদন্ত ৷
আরও পড়ুন : ছেলের মৃত্যুশোক বুকে চেপে পুত্রবধূর বিয়ে দিলেন প্রবীণ
কাজে যোগ দিতে দেরি করেন ডানকুনি পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব ৷ তাঁকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পবন কাদিয়ানের বিরুদ্ধে ৷ জেলাশাসকের সঙ্গে নিজের কথোপকথনের অডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেন এগজ়িকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব ৷ নবান্নে স্বরাষ্ট্র কর্মী বর্গ বিভাগে পবন কাদিয়ানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি । শুরু হয় তদন্ত ৷ সূত্রের খবর, অডিয়োটির পরীক্ষা পর তদন্তকারীরা নিশ্চিত হন, পবন কাদিয়ানই হুমকি দিয়েছিলেন রিজওয়ান ওয়াহাব ৷ তারপরই ওই জেলাশাসককে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷
সূত্রের খবর, জেলাশাসক পবন কাদিয়ানের এই আচরণে ক্ষুব্ধ একাধিক WBCS অফিসারও । যদিও এই বিষয়ে পবন কাদিয়ানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।