নদিয়া, 25 মে: তৃণমূল গোটা রাজ্যজুড়ে খুন ও ধর্ষণের রাজনীতি করছে । ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে পুলিশ কীভাবে বলে এটা আত্মঘাতীর ঘটনা ? বিজেপি নেতার দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসকদল ও প্রশাসনকে একযোগে বিঁধলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । প্রসঙ্গত, বুধবার নদিয়ার হাঁসখালি থানার পিপুলবেড়িয়া এলাকার আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় বিজেপির বুথ সভাপতির দেহ উদ্ধার হয় । ওই বুথ সভাপতির নাম নকুল হালদার ৷ বয়স আনুমানিক 60 বছর ।
পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে । তার কারণ নকুল হালদারের একটি পা ভাঙ্গা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয় । তিনি যদি আত্মঘাতী হন তাহলে পা ভাঙল কেন, এই প্রশ্ন তুলেছে পরিবারের লোকজন । বৃহস্পতিবার মৃত ওই বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির একটি প্রতিনিধি দল । সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস । প্রথমে তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেন এবং যেখান থেকে নকুলের দেহ উদ্ধার হয়েছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন ।