পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Death: বিজেপি নেতার মৃত্যুতে তৃণমূলের দিকে আঙুল তুললেন সাংসদ জগন্নাথ সরকার - MP Jagannath Sarkar

বুধবার নদিয়ার হাঁসখালিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিজেপির নেতার দেহ ৷ এরপর বৃহস্পতিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে এল বিজেপির প্রতিনিধি দল ৷ তাতে ছিলেন সাংসদ জগন্নাথ সরকার ৷ তিনি ওই নেতার মৃত্যুর জন্য সরাসরি কাঠগোড়ায় তুললেন তৃণমূলকে ৷

TMC Leader Death in Nadia
বিজেপি

By

Published : May 25, 2023, 4:57 PM IST

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

নদিয়া, 25 মে: তৃণমূল গোটা রাজ্যজুড়ে খুন ও ধর্ষণের রাজনীতি করছে । ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে পুলিশ কীভাবে বলে এটা আত্মঘাতীর ঘটনা ? বিজেপি নেতার দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসকদল ও প্রশাসনকে একযোগে বিঁধলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । প্রসঙ্গত, বুধবার নদিয়ার হাঁসখালি থানার পিপুলবেড়িয়া এলাকার আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় বিজেপির বুথ সভাপতির দেহ উদ্ধার হয় । ওই বুথ সভাপতির নাম নকুল হালদার ৷ বয়স আনুমানিক 60 বছর ।

পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে । তার কারণ নকুল হালদারের একটি পা ভাঙ্গা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয় । তিনি যদি আত্মঘাতী হন তাহলে পা ভাঙল কেন, এই প্রশ্ন তুলেছে পরিবারের লোকজন । বৃহস্পতিবার মৃত ওই বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির একটি প্রতিনিধি দল । সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস । প্রথমে তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেন এবং যেখান থেকে নকুলের দেহ উদ্ধার হয়েছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, "তৃণমূল গোটা রাজ্য জুড়ে খুন এবং ধর্ষণের রাজনীতি করছে । বুথ সভাপতি নকুল হালদারকেও তারা সুপরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে । আর ময়নাতদন্তের আগেই হাঁসখালি থানার কোন এক পুলিশ এসে বলছেন এটি আত্মহত্যার ঘটনা ।" পুলিশ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে কীভাবে জানতে পারল এটা আত্মহত্যার ঘটনা, সেই প্রশ্ন তুলেছেন তিনি । পাশাপাশি প্রশাসন শাসকদলের পৃষ্ঠপোষক হয়েই কাজ করছে বলে অভিযোগ তাঁর । অন্যদিকে এই ঘটনার তদন্ত কত দূর এগলো সে বিষয়ে জানতে হাঁসখালি থানার দিকে রওনা হন বিজেপির প্রতিনিধিরা এবং তাঁরা প্রশাসনের উপর আস্থা না রেখেই সিবিআই তদন্তের দাবি জানান ।

আরও পড়ুন:হাত-পা ভাঙা, গলায় ফাঁস! বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাঁসখালিতে

ABOUT THE AUTHOR

...view details