নদিয়া , 2 নভেম্বর : দলীয় কর্মীকে খুনের অভিযোগে BJP-র ডাকা 12 ঘণ্টার বনধের মিশ্র প্রভাব পড়ল কল্যাণীতে । কয়েকটি জায়গায় দোকানপাট বন্ধ । আবার কোথাও বনধ উপেক্ষা করেও যানচলাচল করছে । খোলা রয়েছে কয়েকটি দোকানপাট । চলছে পুলিশের টহলদারি ।
গতকাল সকালে কল্যাণী এলাকায় গয়েশপুরে একটি আমবাগানে গাছের ডালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম বিজয় শীল (35) ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় কল্যাণী থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী জহওরলাল নেহরু হাসপাতালে পাঠানো হয় । খবরটি চাউর হতেই ঘটনাস্থানে ভিড় জমান BJP কর্মী-সহ নেতারা । তাঁদের দাবি, বিজয় শীল কল্যাণীর সক্রিয় BJP কর্মী হিসেবে পরিচিত ছিলেন । এর আগে তিনি তৃণমূল করতেন । পরে BJP-তে যোগ দেন । এরপর থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে একাধিকবার খুনের হুমকি দিয়েছিল বলে অভিযোগ । যদিও বিজয় শীলের পরিবারের তরফে তাঁর রাজনৈতিক যোগের কথা অস্বীকার করা হয়েছে ৷