জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণময় মায়াভূম ইসকন মায়াপুর, 7 সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাব দিবস উপলক্ষে সেজে উঠেছে মায়াপুরের ইসকন মন্দির ৷ জন্মাষ্টমীর শুভ মহরতে সকাল থেকেই ভিড় দর্শনার্থীদের ৷ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে কৃষ্ণনগরী মায়াপুর হয়ে উঠেছে কৃষ্ণময় ৷
জন্মাষ্টমী উৎসবের কথা বললে প্রথমেই মথুরা বা বৃন্দাবনের ছবি মনে ভেসে ওঠে ৷ এই বাংলায় শ্রীকৃষ্ণক্ষেত্র বললে নাম করতে হয় মায়াপুরের ইসকন মন্দিরের ৷ প্রতিবছরই এই দিনটিকে ধুমধাম করে বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। সকাল থেকেই দফায় দফায় চলে অনুষ্ঠান। রাতে অভিষেক হয় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির। এদিন সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় পূজার্চনা ।
ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "উৎসব উপলক্ষ্যে সারাদিন ধরে বিভিন্ন ভাষায় চলবে ভাগবত পাঠ। সন্ধ্যা থেকে গুরু পূর্ণিমা এরপর ভগবান দর্শন প্রক্রিয়া চলবে। অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দিনভর। ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্পার্পণ করা হবে সমগ্র জাতির মঙ্গল কামনায়।
অন্যদিকে তিনি জানান, এদিনের অনুষ্ঠানে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।। মেটাল ডিটেক্টর দিয়ে চলেছে পরীক্ষা। সকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসের বিভিন্ন অনুষ্ঠান দর্শন করার জন্য বহু ভক্তের সমাগম ঘটে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের অনেকটা ভিড় বেড়ে যাবে বলে মত ইসকন কর্তৃপক্ষের।"
এরপর দিনভর চলে ভাগবত গীতা পাঠ। সন্ধ্যাবেলা মঙ্গল আরতি। শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে অনেক দেশ-বিদেশি পর্যটক যোগ দিয়েছেন নানা অনুষ্ঠানে ৷ কোথাও চলেছে রাধা-কৃষ্ণ নাম, কোথাওবা চলেছে কীর্তন ৷ আবার কোথাও বা কৃষ্ণনামে তাল মিলিয়েছেন কৃষ্ণপ্রেমীরা ৷ জন্মাষ্টমী উৎসবকে ঘিরে মায়াপুরের ইসকনের প্রতিটি কোণে ধরা পড়েছে এমনই ছবি ৷
আরও পড়ুন: বেজে উঠেছে শঙ্খ, খুলেছে মন্দিরের দ্বার ; জন্মাষ্টমীর আনন্দে মাতোয়ারা দেশ
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মোৎসব পালিত শ্রী কৃষ্ণের ৷ সারা ভারতে এই উৎসব ধুমধাম করে পালিত হয় ৷ সাড়ম্বরে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা-বৃন্দাবনে ৷ সকাল থেকেই মন্দিরে শুরু হয়ে যায় পুজো আরতি ৷ ফুল ও আলোর মালায় সজ্জিত মন্দিরে ভক্তদের ভিড় থাকে নজরকাড়া ৷ সুন্দর করে সাজানো হয়ে থাকে রাধা-কৃষ্ণের মূর্তি ৷