তাহেরপুর (নদিয়া), 8 ফেব্রুয়ারি : নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুরের ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা৷ অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ রানাঘাট মহকুমা আদালতের৷
4 ফেব্রুয়ারি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তোলেন তার দিদিমা। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতেই নাবালিকার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই রবিবার ওই ব্য়ক্তিকে গ্রেপ্তার করে তাহেরপুর থানার পুলিশ৷ নাবালিকার দিদিমার দাবি, ফাঁকা বাড়িতে তাঁর নাবালিকা নাতনিকে ধর্ষণ করেছে জামাই ৷ ঘটনার তদন্ত চলছে৷ ইতিমধ্যে অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত৷