শান্তিপুর, 20 মে : দীর্ঘ দিন ধরেই এলাকায় চলছে মাদক ব্যবসা ৷ তারই প্রতিবাদে আজ শান্তিপুর থানার দ্বারস্থ হলেন সেখানকার বাসিন্দারা । তাঁদের দাবি, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কে সি দাস রোডের পাশে অবস্থিত মুসলিম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বহুদিন ধরেই চলছে মাদক ব্যবসা এবং মাদক সেবন । গতকাল সন্ধ্যায় দু-জন ছেলে এবং দু-জন মেয়েকে মাদকাসক্ত অবস্থায় এলাকাবাসী ধরতে গেলে মাদক দ্রব্য ফেলে রেখে তারা পালিয়ে যায় ৷
এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসীরা আরও কয়েক জনের নাম জানতে পারে ৷ এরপর আজ তাঁরা শান্তিপুর থানায় একটি মার্চ পিটিশন জমা দেয় ৷
আরও পড়ুন :হাইকোর্টে আজ নারদ-কাণ্ডের শুনানি হচ্ছে না
এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ, এলাকার অল্পবয়সী ছেলেরা মাদক দ্রব্য সেবন করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবার । এই বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রত্যেক এলাকাবাসী । এই ঘটনার বিষয়ে বেশ কয়েকবার শান্তিপুর থানার জানানো সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ করা হয়নি বলে দাবি স্থানীয়দের ।
মাদক ব্যবসা বন্ধের দাবিতে শান্তিপুর থানার দ্বারস্থ এলাকাবাসী অবিলম্বে প্রশাসনকে এই মাদক চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে বলে দাবি জানান তাঁরা । এক প্রকার বাধ্য হয়েই করোনা আবহে সরকারি বিধি-নিষেধকে অমান্য করে তাদের দীর্ঘ দিনের এই সমস্যা সমাধানের দাবিতে আজ বহু সংখ্যক মানুষ শান্তিপুর থানার দ্বারস্থ হন ৷
যদিও প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ৷