কল্যাণী, 25 ডিসেম্বর :পড়ুয়াদের মধ্যে করোনার (Coronavirus) সংক্রমণ বাড়তে থাকায় একপ্রকার বাধ্য হয়েই বন্ধ করে দিতে হল স্কুল ৷ প্রাথমিকভাবে 14 দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kalyani School Closes) ৷
আরও পড়ুন :Corona Update In Bengal : রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ, আক্রান্ত 550
স্কুল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে দু’জন ছাত্রের জ্বর ও সর্দি হয় ৷ এরপর স্কুলের তরফেই ওই দুই ছাত্রকে করোনা পরীক্ষার জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাদের লালারসের নমুনা সংগ্রহের পর করোনা কোভিড পরীক্ষা (Covid Test) করা হয় ৷ তাতে রিপোর্ট আসে পজিটিভ ৷ যেহেতু ওই দুই ছাত্র স্কুলের অন্যান্য পড়ুয়া ও শিক্ষক, শিক্ষিকার সংস্পর্শে এসেছিল, তাই গোটা ঘটনা জেলা স্বাস্থ্য দফতর এবং মহকুমাশাসককে লিখিতভাবে জানায় স্কুল কর্তৃপক্ষ ৷ স্কুলে একটি আরটি-পিসিআর ক্য়াম্প করারও আবেদন জানানো হয় ৷ সেই মতোই পড়ুয়াদের করোনা পরীক্ষা করা হয় ৷
করোনার সংক্রমণ বাড়ায় কল্যাণীতে বন্ধ কেন্দ্রীয় বিদ্যালয় ৷ আরও পড়ুন :Students turn Covid Positive : কল্যাণীর স্কুলে করোনা আক্রান্ত 29 জন পড়ুয়া
প্রাথমিকভাবে 29 জন ছাত্রছাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে ৷ পরে কোভিড আক্রান্ত পড়ুয়ার সংখ্যা বেড়ে হয় 37 ৷ এরপর এই পরিস্থিতির কথা স্কুলের পক্ষ থেকেই সংশ্লিষ্ট দফতরকে জানানো হয় ৷ তারপরই 14 দিনের জন্য স্কুল বন্ধ রাখার সরকারি নির্দেশ আসে ৷ স্কুলের গেটে তালা পড়তেই স্কুল স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু করে স্বাস্থ্য দফতর ৷ এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি ৷