হাঁসখালি, 30 এপ্রিল :প্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি-সহ একাধিক অভিযোগে শুক্রবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করে সিবিআই ৷ যিনি মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালির বাবা ৷ তথ্য গোপন, যড়যন্ত্র ও নাবালিকার পরিবারকে হুমকি-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সমর গয়ালিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে চাইছিল সিবিআই ৷ আজ তৃণমূল নেতাকে রানাঘাট আদালতে তুলে সেই আবেদন রাখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাতে সাড়া দিয়ে মূল অভিযুক্তের বাবাকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (tmc leader Samarendra Gayali sent to cbi custody for 3 days) ৷
4 এপ্রিল অর্থাৎ গণধর্ষণের রাত থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি ৷ জানা গিয়েছে, ছেলের কুকীর্তি সম্পর্কে নাকি সবরকম খবর ছিল তাঁর কাছে ৷ তবে এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ার সুবাদে গুণধর ছেলেকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ৷ প্রমাণ লোপাটের জন্য নিজের প্রভাব খাটিয়ে জোর করে নাবালিকার দেহ পোড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ রয়েছে তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ৷ প্রসঙ্গত, ঘটনার পর থেকেই সমর গয়ালির বিরুদ্ধে স্থানীয়রা মুখ খুলতে ভয় পাচ্ছিলেন ৷