নদিয়া, 18 মে : নদিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের (Gold Trader shot at Nadia) ৷ মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে স্থানীয় বেথুয়াডহরি বাজার এলাকায় ৷ দোকান বন্ধ করে ফিরছিলেন ওই ব্যবসায়ী ৷ সেই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি পালায় দুষ্কৃতীরা ৷ আশাঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির বাসিন্দা বছর আটত্রিশের সাক্ষীগোপাল বিশ্বাস প্রতিদিনের মতো মঙ্গলবারও ফিরছিলেন দোকান বন্ধ করে ৷ সেই সময়েই বেথুয়াডহরি বাজারের কাছে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ বুকের ডানদিকে গুলি লাগায় দুর্ঘটনাস্থলে বেথুয়াডহরি বাজারের কাছে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী ৷ গুরুতর জখম অবস্থায় ওই ব্য়বসায়ীকে উদ্ধার করেন এলাকাবাসী ৷ সেইসঙ্গে ব্যবসায়ীর বাড়িতেও খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নাকাশিপাড়া থানার পুলিশ ৷