পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Trader shot at Nadia : দুষ্কৃতীদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী - Gold trader injured in gun shot in Nadia

নদিয়ার স্বর্ণ ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ বুকের ডানদিকে গুলি লাগে ওই ব্যবসায়ীর ৷ শক্তিনগর হাসপাতালে চিকিৎাসধীন ওই স্বর্ণ ব্যবসায়ী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Gold Trader shot at Nadia) ৷

Nadia Crime News
দুষ্কৃতীদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী

By

Published : May 18, 2022, 8:00 AM IST

Updated : May 18, 2022, 4:23 PM IST

নদিয়া, 18 মে : নদিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের (Gold Trader shot at Nadia) ৷ মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে স্থানীয় বেথুয়াডহরি বাজার এলাকায় ৷ দোকান বন্ধ করে ফিরছিলেন ওই ব্যবসায়ী ৷ সেই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি পালায় দুষ্কৃতীরা ৷ আশাঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির বাসিন্দা বছর আটত্রিশের সাক্ষীগোপাল বিশ্বাস প্রতিদিনের মতো মঙ্গলবারও ফিরছিলেন দোকান বন্ধ করে ৷ সেই সময়েই বেথুয়াডহরি বাজারের কাছে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ বুকের ডানদিকে গুলি লাগায় দুর্ঘটনাস্থলে বেথুয়াডহরি বাজারের কাছে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী ৷ গুরুতর জখম অবস্থায় ওই ব্য়বসায়ীকে উদ্ধার করেন এলাকাবাসী ৷ সেইসঙ্গে ব্যবসায়ীর বাড়িতেও খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নাকাশিপাড়া থানার পুলিশ ৷

দুষ্কৃতীদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী

আরও পড়ুন : Barrackpore Shooting Incident : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত 2

রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থায় অবনতি হলে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই অস্ত্রপচার করে বুকের ডান দিকে আটকে থাকা গুলি বের কর দেন চিকিৎসকরা ৷ এই ঘটনার পরেই একালাবাসীর মনে আতঙ্ক নেমে এসেছে ৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ।

Last Updated : May 18, 2022, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details