রানাঘাট, 9 জুলাই : অচেনা নম্বর থেকে এমন ফোন অনেকেই পেয়েছেন, দাদা আমি অমুক জায়গা থেকে বলছি ৷ মাটি খোঁড়ার কাজ করি ৷ ওই কাজ করতে গিয়ে মাটির তলা থেকে সোনার কয়েন ভর্তি ঘড়া পেয়েছি ৷ দাদা, আপনাকেই বলছি... ইত্যাদি ইত্যাদি ৷ বলা বাহুল্য, বেশিরভাগ ক্ষেত্রেই এই ফোন প্রতারকদের ৷ তেমনই দুই প্রতারকের কাছে প্রতারিত হলেন রানাঘাট পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শঙ্কর অধিকারী ৷ তাঁকে নকল স্বর্ণমূদ্রা বিক্রি করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে গায়েব হল দুই প্রতারক । ঘটনা তদন্তে নেমেছে পুলিশ ৷
নকল স্বর্ণমুদ্রা বিক্রি করে 12 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্তদের নাম গোপাল সর্দার, শ্যাম মুর্মু ৷ কয়েক মাস আগে এই যুবকদের সঙ্গে আলাপ হয় রানাঘাট পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শংকর অধিকারীর ৷ ওই যুবকেরা জানায়, তাদের বাড়ি বীরভূমে । তাদের কাছে বেশ কিছু প্রাচীন স্বর্ণমূদ্রা রয়েছে ৷ যেগুলি তারা মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে পেয়েছে ৷ এও জানায়, যে তাদের কাছে সরকারি কাগজও রয়েছে ৷ ফলে ওই সোনা কেউ কিনলে অসুবিধা নেই ৷ শঙ্করবাবু চাইলে সোনার বাজার মূল্যের তুলনায় কম টাকায় ওই স্বর্ণমূদ্রা কিনতে পারেন ৷ গোপাল ও শ্যামের কথার ফাঁদে পড়েন প্রাক্তন কাউন্সিলর ৷ তবে, প্রথমে একটিমাত্র স্বর্ণমুদ্রা কেনেন । সোনার দোকানে গিয়ে পরীক্ষা করে দেখেন সেটি আসল । এর পর গোপাল ও শ্যামের সঙ্গে ফের যোগাযোগ করেন শঙ্কর অধিকারী । দ্বিতীয় দফায় 95টি স্বর্ণমুদ্রা কেনার চুক্তি হয় ৷ নির্দিষ্ট দিনে ব্যাঙ্ক থেকে টাকা তুলে তা গোপাল ও শ্যামকে দিয়ে সবকটি স্বর্ণমূদ্রা কিনে নেন শংকরবাবু ।