কৃষ্ণনগর, 18 জুন : দলের সাংগঠনিক বৈঠকে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ কিন্তু তিনি শুক্রবার এমন একটি জায়গায় দলের সাংগঠনিক বৈঠক করলেন, সেই এলাকার বিধায়কই দল ছেড়েছেন ৷ আর সেই বিধায়ক কোনও সাধারণ রাজনৈতিক নেতা নন ৷ একেবারে হেভিওয়েট ৷
স্বাভাবিকভাবে তাই নদিয়ার কৃষ্ণনগরে দিলীপ ঘোষের সামনে উঠেছে মুকুল রায়ের (Mukul Roy) প্রসঙ্গ ৷ যা নিয়ে সব প্রশ্নেরই সরাসরি উত্তর দিয়েছেন মেদিনীপুরের সাংসদ ৷ জানিয়েছেন, নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুল রায়ের ৷
আরও পড়ুন :Mukul Roy : কৃষকবন্ধু নিয়ে ভোলবদল তৃণমূলে ফেরা মুকুলের
উল্লেখ্য, মুকুল রায় তাঁর রাজনৈতিক জীবনে মাত্র দু’বার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ৷ প্রথমবার হেরে গেলেও 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতেছেন ৷ কিন্তু বিজেপির হয়ে জেতা সেই বিধায়ক পদ না ছেড়েই তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন মুকুল রায় ৷ আর এই প্রসঙ্গে মুকুল রায়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷
মুকুল রায় নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে ভোটে জিতেছেন ৷ তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ এই নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে গেরুয়া শিবির ৷