পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ টাকা দান অবসরপ্রাপ্ত শিক্ষকের

"মাননীয় মুখ্যমন্ত্রীর মহৎ উদ্দেশ্যকে সমর্থন করি, আমি আজ এই টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করলাম । আমি চাই এই দুর্দিনে সমাজের সকল স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করুক ।" আবেদন শিক্ষকের ৷

NADIA
NADIA

By

Published : May 5, 2020, 3:45 PM IST

নদিয়া, 5 মে : কোরোনা মোকাবিলায় রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল । এবার সেই ত্রাণ তহবিলে এক লাখ টাকা দান করলেন নদিয়ার মাজদিয়ার পূর্ণগঞ্জের বাসিন্দা পেশায় শিক্ষক প্রশান্তকুমার রায় ৷ সোমবার কৃষ্ণগঞ্জ ব্লকের BDO-অফিসে গিয়ে BDO-র হাতে সেই টাকা তুলে দেন তিনি ।

পেশায় শিক্ষক প্রশান্তবাবু 2013 সালে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের কোতালপুর মধুসূদন উচ্চ বিদ্যালয় থেকে অবসর নেন । সোমবার সকালে নিজের ভাইজিকে সঙ্গে নিয়ে কৃষ্ণগঞ্জ BDO অফিসে যান ৷ সেখানেই BDO-র হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য এক লাখ এক টাকা তুলে দেন ।

এপ্রসঙ্গে প্রশান্তকুমার রায় জানান, "মাননীয় মুখ্যমন্ত্রীর মহৎ উদ্দেশ্যকে সমর্থন করে আমি আজ এই টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করলাম । আমি চাই এই দুর্দিনে সমাজের সকল স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করুক ।" এপ্রসঙ্গে কৃষ্ণগঞ্জের BDO কামালউদ্দিন আহমেদ বলেন," প্রশান্তকুমার রায়কে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ এক টাকা দান করার জন্য ধন্যবাদ ।"

ABOUT THE AUTHOR

...view details