নবদ্বীপ, 24 মে : বেতনের টাকা দিয়ে কর্মহীন রিকশাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন নবদ্বীপের এক সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ পাল । পঁয়তাল্লিশ জন কর্মহীন রিকশাচালকদের চাল, ডাল, তেল, নুন সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলেন নদিয়ার নবদ্বীপ থানায় কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার । বিশ্বজিৎ পালের বাড়ি নবদ্বীপ থানার স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মহেশগঞ্জ কানাইনগর এলাকায় । তিনি বর্তমানে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেন ৷
করোনা ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে আগামী 30 মে পর্যন্ত সারা রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন ৷ যার ফলে শহরের ব্যস্ততম এলাকা পোড়ামাতলার রিকশাচালকরা কর্মহীন হয়ে পড়েছেন । বর্তমান কোভিড পরিস্থিতিতে তাঁদের অর্থনৈতিক দুরাবস্থার কথা ভেবে, নিজের মাসিক বেতনের টাকায় গরিব রিকশাচালকদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন নবদ্বীপ থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ পাল ।