পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ISRO launches Aditya-L1: চাঁদের পর ইসরোর সূর্য মিশনেও নদিয়ার বরুণ, গর্বিত বাবা-মা - Aditya L1 mission

চন্দ্রাভিযানে ইসরোর সাফল্যে মুখ উজ্জ্বল করেছে বাংলার বরুণ বিশ্বাস। ট্র্যাকিং সম্বধীয় কাজে নিযুক্ত বাংলার যুবক ৷ চাঁদের মতোই সূর্যের ট্র্যাকিং সম্বধীয় কাজে নিযুক্ত বরুণ ৷ ছেলের এই কাজে গর্বিত বাবা-মা ৷

Etv Bharat
ইসরোর সূর্য মিশনেও নদিয়ার বরুণ

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 4:35 PM IST

ইসরোর সাফল্যে মুখ উজ্জ্বল করেছে বাংলার বরুণ বিশ্বাস।

নদিয়া, 2 সেপ্টেম্বর: মাত্র কয়েকদিন আগে চাঁদের মাটি ছুঁয়েছে ল্যান্ডার বিক্রম ৷ অনেক বাঙালি বিজ্ঞানী যুক্ত রয়েছেন চাঁদের সফল সফরনামায় ৷ তেমনই চন্দ্রযান ট্র্যাকিং সম্বধীয় কাজে নিযুক্ত ছিলেন নদিয়ার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রাধানগরের বাসিন্দা বরুন বিশ্বাস। এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি জমানো আদিত্য-এল 1 মহাকাশযানের ট্র্যাকিং সম্বধীয় কাজে নিযুক্ত আছেন এই যুবক ৷ গ্রামের ছেলের এমন সাফল্যে বাবা-মা, বন্ধুদের পাশাপাশি গর্বিত এলাকার মানুষজনও ৷

এই বিষয়ে বাবা জহরলাল বিশ্বাস বলেন, "ছোট থেকেই টেকনিক্যাল নানা কাজে উৎসাহ ছিল বরুণের ৷ হাতের কাছে যা পেত তাই দিয়ে কিছু বানানোর চেষ্টা চালিে যেত ৷ রাধানগর গ্রামের বীরনগর উচ্চ বিদ্যালয় পাশ করার পর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা ৷ বিটেক নিয়ে পড়াশোনা করেছিলেন হলদিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। সেখানেই আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ইসরোতে কাজের সুযোগ পান বরুণ ৷"

তিনি আরও বলেন, "গত 10 বছর আগে ইসরোতে কাজের সুযোগ পান তিনি ৷ সেখানেই চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডার ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত 18 এমডি স্পেস টেলিমেটি নেটওয়ার্ক-এর দায়িত্বে ছিলেন বরুণ। এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল আদিত্য এল ওয়ান, সেখানেও তাঁর ভূমিকা রয়েছে ট্র্যাকিং সম্বধীয় কাজে। এখন ছেলে বাইরে রয়েছে ৷ দিনে অনেকবারই ফোন করে ৷ আমার শুধু একটাই কথা, ভালো আছিস তো বাবা ৷ নিজের শরীরের যত্ন নিস।"

মা সরস্বতী বিশ্বাস জানান, ছেলে এখন অন্যদিকে ৷ বরুণের সাফল্যে গর্বিত গোটা গ্রামের মানুষ। তবে চন্দ্রযান তিন যখন চাঁদের উদ্দেশ্যে রওনা দিল, তখন থেকেই টিভির পর্দায় চোখ ছিল গোটা গ্রামের মানুষের।"

আরও পড়ুন: গন্তব্য সূয্যিমামার দেশ, মহাকাশে পাড়ি দিল ইসরোর আদিত্য-এল1

বরুণের বন্ধু প্রসেনজিৎ গুহ বলেন, "একসঙ্গে পড়াশোনা করেছি ৷ আজ এই রকম কাজের সঙ্গে আমার বন্ধু যুক্ত ৷ ওর সাফল্য কামনা করি ৷ ওর মতো আরও যাঁরা বিজ্ঞানী ইসরোতে রয়েছেন, তাঁদের প্রচেষ্টায় সফল হয়েছে চন্দ্রযান ৷ এবার নতুন চ্যালেঞ্জ ৷ বরুণ আমাদের কাছে গর্বের ৷ ছোটবেলা থেকেই টেকনিক্যাল বিষয়ে বরুণের ঝোঁক ছিল বরাবরই।"

ABOUT THE AUTHOR

...view details