পাঁচবেড়িয়া (নদিয়া), 25 এপ্রিল :রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলার পাঁচবেড়িয়া হল্ট রেলস্টেশন সংলগ্ন এলাকায় ৷
সূত্রের খবর, শনিবার আনুমানিক রাত আটটা নাগাদ রেললাইনে বসে স্থানীয় দুই যুবক আরিফুল ধাবক ও বাপ্পা শেখ কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিলেন ৷ ঠিক সেই সময়েই ওই ডাউন লাইন ধরে এগিয়ে আসছিল মালগাড়ি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়ি বারবার হর্ন দিলেও তা কানে ঢোকেনি আরিফুল ও বাপ্পার ৷ কানে হেডফোন থাকার ট্রেনের আওয়াজ শুনতে পাননি তাঁরা ৷ মশুগুল হয়ে ছিলেন খেলাতেই ৷ শেষ মুহূর্তে মালগাড়ির অস্তিত্ব টের পেলেও কোনও লাভ হয়নি ৷ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ ট্রেনের ধাক্কায় দুই বন্ধু ছিটকে পড়েন দু’দিকে ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় তাঁদের ৷