পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম, ট্রেনের ধাক্কায় মৃত 2 - নদিয়া

কানে হেডফোন লাগিয়ে খেলায় মশগুল ছিলেন দুই যুবক ৷ রেললাইনে বসেই চলছিল খেলা ৷ সেই লাইনেই চলে আসে মালগাড়ি ৷ ট্রেনের চালক বারবার হর্ন বাজালেও তা কানে ঢোকেনি দুই যুবকের ৷ শেষমেশ মালগাড়ির ধাক্কাতেই প্রাণ যায় দু’জনের ৷ নদিয়ার ধানতলার পাঁচবেড়িয়া হল্ট রেলস্টেশন সংলগ্ন এলাকার ঘটনা ৷

WB_NAD_02_DHANTALA_DEAD_WB10029
রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম, ট্রেনের ধাক্কায় মৃত 2

By

Published : Apr 25, 2021, 2:25 PM IST

পাঁচবেড়িয়া (নদিয়া), 25 এপ্রিল :রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলার পাঁচবেড়িয়া হল্ট রেলস্টেশন সংলগ্ন এলাকায় ৷

সূত্রের খবর, শনিবার আনুমানিক রাত আটটা নাগাদ রেললাইনে বসে স্থানীয় দুই যুবক আরিফুল ধাবক ও বাপ্পা শেখ কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিলেন ৷ ঠিক সেই সময়েই ওই ডাউন লাইন ধরে এগিয়ে আসছিল মালগাড়ি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়ি বারবার হর্ন দিলেও তা কানে ঢোকেনি আরিফুল ও বাপ্পার ৷ কানে হেডফোন থাকার ট্রেনের আওয়াজ শুনতে পাননি তাঁরা ৷ মশুগুল হয়ে ছিলেন খেলাতেই ৷ শেষ মুহূর্তে মালগাড়ির অস্তিত্ব টের পেলেও কোনও লাভ হয়নি ৷ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ ট্রেনের ধাক্কায় দুই বন্ধু ছিটকে পড়েন দু’দিকে ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় তাঁদের ৷

অচেতনতার জেরেই মৃত্যু দুই যুবকের ৷

আরও পড়ুন :ট্রেনের ধাক্কায় মৃত্যু চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট জিআরপি ৷ দেহ দু’টি তুলে নিয়ে যায় তারা ৷ ময়নাতদন্তের পরই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ ঘটনায় শোকস্তব্ধ দুই যুবকের পরিবার ৷ শোকগ্রস্ত স্থানীয় বাসিন্দারাও ৷ তবে এমন মর্মান্তিক পরিণতির জন্য মৃত দুই যুবকের অসচেতনতাকেই দায়ী করেছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details