বহরমপুর, 20 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ পুলিশ ও প্রশাসনের উপর জাতীয় নির্বাচন কমিশনের আস্থা নেই বলেই মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরি । ভোট ঘোষনার আগে রাজ্যে কেন্দ্র বাহিনী পাঠানোয় এদিন সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন তিনি । পাশাপাশি নির্বাচনে বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন বহরমপুরের সাংসদ ।
ভোট ঘোষনার আগেই রাজ্যে নামানো হল কেন্দ্রীয় বাহিনী । নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে অধীর চৌধুরি বলেন, "নির্বাচন কমিশনের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে । ভালো হয়েছে । নির্বাচনের আগে হঠাৎ কেন্দ্রীয় বাহিনী এল, রাস্তা ঘাট চিনবে না, জানবে না । সরকারি দলের দাসত্বগিরি করে যে পুলিশ, তাঁরা বাহিনীকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াবে । পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের উপর নির্বাচন কমিশনের আস্থা নেই বলেই আমার মনে হচ্ছে । আস্থা না থাকার কারনেই আগেভাগে কেন্দ্র বাহিনীকে পাঠানো হচ্ছে । আমরা সবসময় চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক । তারজন্য নিরাপত্তা বাহিনীকে সুচারুভাবে পরিচালনার ব্যবস্থা রাখতে হবে ।"