পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের উপর জাতীয় নির্বাচন কমিশনের আস্থা নিয়ে প্রশ্ন অধীরের - National Election Commission

"পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের উপর নির্বাচন কমিশনের আস্থা নেই বলেই আমার মনে হচ্ছে । আস্থা না থাকার কারনেই আগেভাগে কেন্দ্র বাহিনীকে পাঠানো হচ্ছে ।" মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ।

অধীর চৌধুরি
অধীর চৌধুরি

By

Published : Feb 20, 2021, 5:40 PM IST

বহরমপুর, 20 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ পুলিশ ও প্রশাসনের উপর জাতীয় নির্বাচন কমিশনের আস্থা নেই বলেই মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরি । ভোট ঘোষনার আগে রাজ্যে কেন্দ্র বাহিনী পাঠানোয় এদিন সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন তিনি । পাশাপাশি নির্বাচনে বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন বহরমপুরের সাংসদ ।

ভোট ঘোষনার আগেই রাজ্যে নামানো হল কেন্দ্রীয় বাহিনী । নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে অধীর চৌধুরি বলেন, "নির্বাচন কমিশনের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে । ভালো হয়েছে । নির্বাচনের আগে হঠাৎ কেন্দ্রীয় বাহিনী এল, রাস্তা ঘাট চিনবে না, জানবে না । সরকারি দলের দাসত্বগিরি করে যে পুলিশ, তাঁরা বাহিনীকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াবে । পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের উপর নির্বাচন কমিশনের আস্থা নেই বলেই আমার মনে হচ্ছে । আস্থা না থাকার কারনেই আগেভাগে কেন্দ্র বাহিনীকে পাঠানো হচ্ছে । আমরা সবসময় চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক । তারজন্য নিরাপত্তা বাহিনীকে সুচারুভাবে পরিচালনার ব্যবস্থা রাখতে হবে ।"

অধীর চৌধুরি

আরও পড়ুন : রাজ্যে পৌঁছাল 12 কম্পানির সিআরপিএফ

তিনি আরও বলেন, "এই রাজ্যে পুলিশ, সাধারণ প্রশাসন ও তৃণমূলের হার্মাদ বাহিনী এই ত্রিমুখী শক্তির বিরুদ্ধে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে দেখতে হবে ।" পাশাপাশি পর্যবেক্ষকদের সততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "বিধানসভা ভিত্তিক যে পর্যবেক্ষক পাঠানো হয় তাঁদের সততা নিয়েও ভাবতে হবে । সরকারি দল বাহিনীকে তোয়াজ করে তাঁদের মননিবেশ বিঘ্নিত করবে । এই রাজ্যে নির্বাচনে টাকা, চালাকি, বিভ্রান্তি, অশুভ আঁতাতের খেলা হবে । এতগুলি বিষয়কে মাথায় রেখে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে । তবে যতক্ষন না অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ততক্ষন আমার আশঙ্কা কাটবে না ।" বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের সততা নিয়েও প্রশ্ন তোলেন অধীর ।

ABOUT THE AUTHOR

...view details