পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিফিনের জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দুই খুদের - news of murshidabad

প্রতিদিনই একটু একটু করে টিফিনের টাকা বাঁচিয়ে জমিয়ে রাখত তারা । কোরোনা মোকাবিলায় সেই জমানো টাকা এবার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করে নজির গড়ল মুর্শিদাবাদের দুই খুদে ছাত্রী ।

aa
টাকা দান

By

Published : Apr 7, 2020, 12:29 PM IST

Updated : Apr 7, 2020, 12:37 PM IST

খড়গ্রাম, 7 এপ্রিল: টিফিনের টাকা জমিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল ক্লাস থ্রি ও ফাইভের দুই ছাত্রী । খড়্গ্রাম ব্লক অফিসে গিয়ে নিজেদের সঞ্চিত অর্থ গতকাল তারা তুলে দেয় BDO-র হাতে ।

জাতীয় বিপর্যয় কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াচ্ছেন রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে সেলিব্রিটি, সাধারণ মানুষ সকলেই । বিশেষ করে এই সময়ে রাজনৈতিক দলগুলি সাহায্য নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে । রাজ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাধ্যমতো অনুদান দিচ্ছেন অনেকেই । আর এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ওই দুই খুদে ছাত্রীও । তাদের এই উদ্যোগে গর্বিত ব্লক প্রশাসন ।

ক্লাস থ্রিয়ের ছাত্রী নাসরিন বেগম ও ক্লাস ফাইভের ছাত্রী সেমিকুননেহার বেগম তাদের টিফিনের পয়সা ভাঁড়ে জমিয়ে রেখেছিল । গতকাল ভাঁড়টি BDO সৌরভ ধল্লের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে তারা । দুই ছাত্রীর নামে পৃথকভাবে সেই টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন BDO ।

Last Updated : Apr 7, 2020, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details