রঘুনাথগঞ্জ, 28 জানুয়ারি : ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। ঘটনায় গুরুতর আহত আরও এক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়া মোড়ে। আহত ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাটিবাহী ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক সাইকেল আরোহীকে পিষে দেয়। এরপরই বাইকে ধাক্কা মারে। বাইকে দু’জন ছিলেন। বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন বাইকের আরোহী। মৃত দু’জনের নাম বিশ্বনাথ সাহা (28) ও হাবিবুর শেখ 58)। বিশ্বনাথ সাহার বাড়ি বরজুমলায়। হাবিবুর শেখ ইচ্ছাখালির বাসিন্দা। বরজুমলার বাসিন্দা আহত বাইক আরোহীর নাম সঞ্জয় সাহা।