পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রঘুনাথগঞ্জে ট্র্যাক্টরের ধাক্কায় মৃত দুই, জখম এক - two person died in a road accident at raghunathganj

মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত দু’জন৷ জেলার রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়া মোড়ে ঘটনাটি ঘটে। আহত এক৷ আহতের অবস্থা আশঙ্কাজনক৷

রঘুনাথগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মৃত দুই, জখম এক
রঘুনাথগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মৃত দুই, জখম এক

By

Published : Jan 28, 2021, 6:22 PM IST

রঘুনাথগঞ্জ, 28 জানুয়ারি : ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। ঘটনায় গুরুতর আহত আরও এক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়া মোড়ে। আহত ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাটিবাহী ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক সাইকেল আরোহীকে পিষে দেয়। এরপরই বাইকে ধাক্কা মারে। বাইকে দু’জন ছিলেন। বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন বাইকের আরোহী। মৃত দু’জনের নাম বিশ্বনাথ সাহা (28) ও হাবিবুর শেখ 58)। বিশ্বনাথ সাহার বাড়ি বরজুমলায়। হাবিবুর শেখ ইচ্ছাখালির বাসিন্দা। বরজুমলার বাসিন্দা আহত বাইক আরোহীর নাম সঞ্জয় সাহা।

আরও পড়ুন :রোজভ্যালি কাণ্ডে বাজেয়াপ্ত গৌতম কুণ্ডুর মোবাইল-ল্যাপটপের খোঁজ নেই

সঞ্জয় সাহাকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ট্র্যাক্টর চালক। পুলিশ ট্র্যাক্টরটি আটক করেছে।

ABOUT THE AUTHOR

...view details