পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! নবগ্রামে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি

দিন যত এগিয়ে আসছে ততই হিংসাত্ম ঘটনা ঘটছে রাজ্যজুড়ে ৷ এবার নবগ্রামে খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি ৷ এদিনই কংগ্রেস প্রার্থীর বাবাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা ৷

ETV Bharat
তৃণমূল কংগ্রেস

By

Published : Jun 16, 2023, 9:10 AM IST

Updated : Jun 16, 2023, 11:04 AM IST

পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে চলল গুলি, কংগ্রেস ও তৃণমূল একে অপরের দিকে অভিযোগ করল

বহরমপুর, 16 জুন: পঞ্চায়েত ভোটের বলি আরও এক ৷ দুষ্কৃতীরা পিটিয়ে খুন করল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে ৷ অভিযোগের তীর বাম-কংগ্রেসের দিকে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোজাম্মেল হক (42) । তিনি হজবিবিডাঙার অঞ্চল তৃণমূল সভাপতি ছিলেন ৷ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং জানিয়েছেন, এক ব্যক্তিকে খুন করার খবর পাওয়া গিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এদিনই দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন কংগ্রেস প্রার্থীর বাবা ৷ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই অবস্থায় পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় ৷

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয় 8 জুন ৷ তারপর দিন মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে অর্থাৎ 9 তারিখ খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পথে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন হন তিনি ৷ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার রতনপুরের বাসিন্দার খুনে শোরগোল পড়ে যায় রাজ্যে ৷ এই ঘটনায় কংগ্রেস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছিল ৷ এবার খড়গ্রাম থানার পাশে আরও একটি রাজনৈতিক খুনের ঘটনা ঘটল ৷

আরও পড়ুন: কংগ্রেস কর্মী খুনে রাজ্যপালকে চিঠি অধীরের, শুভেন্দুর টুইট 'এই তো শুরু'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল অঞ্চল সভাপতি মোজাম্মেল হক দলীয় প্রার্থীর প্রচার সেরে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে পিটিয়ে খুন করে ৷ নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহের অভিযোগ, নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে কংগ্রেস ও সিপিএমের বাহিনী মোজাম্মেল হককে পিটিয়ে খুন করেছে । বাঁশ লাঠি লোহার রড দিয়ে মারধর করা হয় তাঁকে ৷

তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু হয় মোজাম্মেল হকের ৷ এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন জেলা কংগ্রেসের মুখপাত্র জপ্যন্ত দাস ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের পরিণতিতেই মৃত্যু হয়েছে অঞ্চল সভাপতির ৷

অন্যদিকে বৃহস্পতিবারই কংগ্রেস প্রার্থীর বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদেরই নবগ্রাম থানার অন্তর্গত হজবিবিডাঙা গ্ৰামে ৷ আহতের নাম মেহেরুল শেখ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি চায়ের দোকানে বসেছিলেন ৷ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হন মেহেরুল শেখ । তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন:মনোনয়নের প্রথম দিনই গুলিতে খুন কংগ্রেস কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Last Updated : Jun 16, 2023, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details