পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু একই পরিবারের তিনজনের - একই পরিবারের তিনজনের মৃত্য়ু

মেলা থেকে ফিরে দুর্ঘটনা৷ দেওয়ালে ধাক্কা মোটরবাইকের৷ তার জেরেই ভেঙে পড়ে দেওয়াল৷ তার নিচেই চাপা পড়েন মোটরবাইকে সওয়ার তিনজন৷ সকলেই একই পরিবারের সদস্য৷ প্রাণ যায় তিনজনেরই৷ মুর্শিদাবাদের সাগরদিঘির ঘটনা৷

WB-MSD-01-ACCIDENT DEATH-WB10008
দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু একই পরিবারের তিনজনের

By

Published : Jan 30, 2021, 1:19 PM IST

সাগরদিঘি, 30 জানুয়ারি: মেলা থেকে ফিরে আর বাড়িতে ঢোকা হল না৷ মোটরবাইকের ধাক্কায় দেওয়াল ভেঙে তার তলাতেই চাপা পড়লেন একই পরিবারের তিনজন৷ প্রাণ গেল সকলেরই ৷ শুক্রবার রাতের ঘটনায় শোকস্তব্ধ মুর্শিদাবাদের সাগরদিঘি থানার উজ্জ্বলনগর ভাটপাড়ার বাসিন্দারা ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার মথুরাপুরে মেলা দেখতে গিয়েছিলেন একই পরিবারের ওই তিন সদস্য়৷ রাতে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা ৷ বাড়ির কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য় একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে তাঁদের মোটরবাইক ৷ নড়বড়ে দেওয়াল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে ৷ তার নিচেই চাপা পড়েন কালু মণ্ডল, পিউ মণ্ডল এবং অপূর্ব মণ্ডল। ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের ৷

আরও পড়ুন:জঙ্গিপুরে আগুনে ভস্মীভূত দুই দোকান

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ৷ দেহগুলি উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তারা ৷

ABOUT THE AUTHOR

...view details