রিলস ভিডিয়ো করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত 3 ছাত্র সুতি (মুর্শিদাবাদ), 20 ডিসেম্বর: রিলস করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন ছাত্রের ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতিতে ৷
জানা গিয়েছে, বুধবার দুপুরে সুতি-আহিরন ব্রিজে রেললাইনের উপর রিলস ভিডিয়ো রেকর্ড করতে গিয়ে মালিগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তিন জন স্কুলছাত্রের । জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই ছাত্র ।
মৃত ছাত্রদের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ । সকলেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা । তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ । মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নামে এসেছে এলাকাজুড়ে । জখমদের নাম রোহিত শেখ ও আকাশ শেখ । দু'জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই পাঁচ ছাত্র রেললাইনের উপর দাঁড়িয়ে রিলস ভিডিয়ো করছিল । নিজেদের ফেসবুক পেজে পোস্ট করার জন্যই ভিডিয়ো করছিল তারা । রেললাইনের উপর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে তারা ভিডিয়ো শুট করছিল বলে জানা গিয়েছে । এক বন্ধু মোবাইল ক্যামেরায় শুট করছিল আর বাকিরা বিভিন্ন পোজ দিচ্ছিল ।
সেই সময় একটি মালগাড়ি এসে পড়ে ৷ মালগাড়ি বেশ কয়েকবার হর্ন দেয় । কিন্তু শুটিঙের নেশায় সেই আওয়াজ কানে ঢোকেনি ছাত্রদের ৷ এরপরই দুর্ঘটনা ৷ ছাত্রদের পিষে দেয় মালগাড়ি ৷ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ জখম দু'জনের অবস্থাও আশংকাজনক । খবর পেয়ে রেললাইন থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন:
- রিলস করতে করতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
- ফেসবুকে স্ত্রী'র রিলস, রাগে আত্মঘাতী স্বামী
- পিস্তল নিয়ে রিলস বানিয়ে পুলিশের জালে যুবক, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র