ডোমকল, 3 সেপ্টেম্বর : কিশোরীকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ ৷ অভিযুক্ত ওই কিশোরের সৎ মা ৷ পুলিক তাকে আটক করেছে ৷ ডোমকল থানার পার-রঘুনাথপুর টুলটুলিপাড়ার ঘটনা ৷
কিশোরীকে খুনের অভিযোগে আটক সৎ মা - ক্রাইম
কিশোরীর আম্মা 10 বছর আগে মারা যান ৷ দ্বিতীয়বার নিকাহ করেন তার আব্বা ৷ শুরু থেকেই সৎ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ওই কিশোরীর ৷ কিশোরীর মামার অভিযোগ, তাকে প্রায়শই মারধর করত তার সৎ মা ৷ আজ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় ৷ কিশোরীর মামার অভিযোগ, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে ওই কিশোরীকে ৷
মৃতার নাম আরজুমা খাতুন (13) ৷ আরজুমার আম্মা 10 বছর আগে মারা যান ৷ তার আব্বা আম্মার মৃত্যুর তিন দিনের মাথায় দ্বিতীয়বার নিকাহ করেন ৷ আরজুমার সৎ মায়ের নিজের একটি পুত্র সন্তান রয়েছে ৷ অভিযোগ, শুরু থেকেই আরজুমার সঙ্গে তার সৎ মায়ের সম্পর্ক ভালো ছিল না ৷ তাকে নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত ৷ আত্মীয়রা জানাচ্ছেন, গতকালও আরজুমাকে মারধর করেন তার আব্বা ৷ এরপরেই আজ গলায় ফাঁস দেওয়া অবস্থায় আরজুমার মৃতদেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ অভিযোগের তির সৎ মায়ের দিকে ৷
আরজুমার মামার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তার সৎ মাকে আটক করেছে পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে ৷