মুর্শিদাবাদে দুটি পথ দুর্ঘটনা বহরমপুর, 1 জুন: পৃথক দু'টি পথ দুর্ঘটনায় দুই মহিলা-সহ চারজনের মৃত্যু। বুধবার রাতে সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া সাগরদিঘি থানার ছামুগ্রাম এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে, ফরাক্কায় যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বাসচালকের ৷
পুলিশ সূত্রে খবর, সাগরদিঘিতে দুর্ঘটনায় স্কুটারে যাওয়ার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইবোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলা-সহ তিনজনের। মৃতদের নাম সোম মণ্ডল (28), বীথিকা মণ্ডল (43) এবং সঞ্চিতা মণ্ডল (36)। দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ ৷ অপরদিকে, ফরাক্কায় যাত্রীবাহী বেসরকারি বাস দুর্ঘটনা মৃত্যু হয়েছে একজনের। গভীর রাতে যাত্রীবাহী বেসরকারি নাইট সার্ভিস বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাসচালকের।
ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বুধবার রাত দেড়টা নাগাদ পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে 34 নম্বর জাতীয় সড়কের উপর ফরাক্কা থানার এনটিপিসি মোড় 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত চালকের নাম সমর চৌধুরী (36)। তাঁর বাড়ি মালদা জেলায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন রাতে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিল একটি যাত্রীবাহী বেসরকারি নাইট সার্ভিস বাস।
আরও পড়ুন:আগড়পাড়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনা! মৃত 3 যুবক
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ফরাক্কা যাওয়ার আগেই যানজটের সন্দেহে এনটিপিসি থেকেই বিপরীত রাস্তায় চলে যায় বাসটি। তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাসচালকের। জখম হন আরও বেশ কয়েকজন। জখমদের তড়িঘড়ি ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 34 নম্বর জাতীয় সড়কে। যদিও বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়।