মুর্শিদাবাদে যাত্রীবোঝাই বাস উলটে মৃত এক দৌলতাবাদ, 24 জুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উলটে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস । ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর ৷ জখম হয়েছেন অন্তত পঁচিশ জন। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর-ডোমকল রাজ্য সড়কের উপর দৌলতাবাদ থানার বিএড কলেজ মোড় সংলগ্ন এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খালিদা বিবি(55)। তাঁর বাড়ি ডোমকল থানার ফরিদাবাদে। আহতদের ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। গুরুতর জখম হয়েছেন বাসের চালকও। দৌলতাবাদ থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ যাত্রীবোঝাই বাসটি বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে জলঙ্গির উদ্দেশে ছেড়ে যায় । বেসরকারি বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন। বাসযাত্রীদের দাবি, চুনাখালি পার হওয়ার পর বাসের চালক বেপরোয়াভাবে বাসের গতি বাড়িয়ে দেয় । যাত্রীরা বারকয়েক গতি নিয়ন্ত্রণের কথা বললেও চালক সে কথায় কান দেয়নি বলে তাঁদের অভিযোগ। এরপরেই দৌলতাবাদ থানার বিএড কলেজ মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। এরপরই বাসটি উলটে যায় ।
আরও পড়ুন:বাস ও লরির সংঘর্ষে মৃত্যু দুই যাত্রীর, জখম 22
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । গুরুতর অবস্থায় খালিদা বিবিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে পাঁচজনকে পাঠানো হয়েছে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। বাকিরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন। স্থানীয় বাসিন্দা রবিউল মণ্ডল বলেন, "বাসের চালকের জন্যই দুর্ঘটনা ঘটেছে । প্রতিযোগিতা করে যাত্রী তোলার জন্যই এই পরিণতি। প্রাণ গেল একজনের ।"