পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কান্দিতে লকডাউনের মাঝে টোটোতে চলছে মদের কারবার - টোটোচালক

অত্যাবশ্যক পণ্যের মধ্যে মদ পড়ে না ৷ তাই লুকিয়েই চলছে মদ কেনা-বেচা ৷ মুর্শিদাবাদের কান্দিতে টোটোতে করে মদ নিয়ে যাওয়ার সময় পুলিশ তা আটক করে ৷

lockdown
লক ডাউন

By

Published : Mar 25, 2020, 3:39 PM IST

Updated : Mar 25, 2020, 3:45 PM IST

মুর্শিদাবাদ, 25 মার্চ: দেশজুড়ে লকডাউন ৷ অত্যাবশ্যক পণ্য ছাড়া খোলা থাকবে না অন্য কোনও দোকান, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে ৷ এরই মাঝে টোটোতে মদের কারবারের ঘটনা সামনে এল ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে ৷

দেশ কঠিন পরিস্থিতির সমুখ্খীন, অথচ হুঁশ নেই রাজ্যবাসীর ৷ লকডাউনের দ্বিতীয় দিনেও রাস্তায় বিনা কারণে ঘুরতে দেখা যায় বহু মানুষকে ৷ সাধারণ মানুষকে বাগে আনতে পুলিশ বাধ্য হয় লাঠিপেটা করে । এরই মাঝে পুলিশের নজরে আসে টোটোতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিছু, সন্দেহ হওয়ায় টোটোতে চেকিং করলে দেখা যায় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে মদের বোতল ৷

টোটোচালককে লাঠিপেটা করে পুলিশ, প্রশ্ন করা হলে নিজের ভুল স্বীকার করে নেয় চালক ৷ দোকান বন্ধ থাকার কারণে কালোবাজারির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল মদ, এমনটাই অনুমান পুলিশের ৷

টোটো থেকে উদ্ধার করা হল মদ ৷

তবে শুধু গাড়ি নয়, পথচলতি মানুষদেরও আটক করে পুলিশ চালাচ্ছে জেরা, সঠিক কারণ দেখাতে না পারলে লাঠির ঘাও খেতে হচ্ছে, কান ধরে ওঠবোস করানো হচ্ছে ৷

বারবার সতর্ক করা হলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হওয়ায় সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে ৷

মুর্শিদাবাদ জেলায় বেশ কয়েকজন বাসিন্দাকে আইসোলেশনে রেখে নজরদারি চালানো হচ্ছে ৷ তবে এখনও কারও শরীরে কোরোনা ধরা পড়েনি ৷

Last Updated : Mar 25, 2020, 3:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details