হরিহরপাড়া, 15 মে : ভিনরাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের (Murshidabad migrant worker died in Bengaluru)। শুক্রবার দুপুরে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। বছর কুড়ির ওই মৃত যুবকের নাম কাবিরুল শেখ। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙ্গা বেলতলাপাড়া। দেহ ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে পরিবার।
মাস দু'য়েক আগে বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজে গিয়েছিলেন কাবিরুল। শুক্রবার পাইপলাইনের কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে কোনওরকমভাবে লোহার পাইপের সংযোগ ঘটে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হন তিনি। অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যান স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক দেখার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর্থিকভাবে দুর্বল মৃতের পরিবারের পক্ষে দেহ ফিরিয়ে আনা সম্ভব নয়। দেহ ফিরিয়ে আনতে পরিবার রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে।