বেলডাঙা, ভগবানগোলা ও সামসেরগঞ্জ, 16 এপ্রিল: মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে নির্বাচন আগামী 23 এপ্রিল এবং বহরমপুর আসনে নির্বাচন আগামী 29 এপ্রিল। নির্বাচনের আগে গতকাল মুর্শিদাবাদে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দুটি জনসভা করেন।
বহরমপুর কেন্দ্রের বেলডাঙার সভামঞ্চ থেকে মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "ভোটের সময় হিন্দুস্থান আর পাকিস্তানের নামে রাজনীতি করছে মোদি সরকার। হিটলারি কায়দায় দেশ চালাচ্ছেন মোদি। অসমে যখন NRC হল, 20 লাখ হিন্দু বাঙালি আর 20 লাখ মুসলিম বাঙালির নাম বাদ গেল। কেউ প্রতিবাদ করেনি। শুধু মাত্র আমরাই প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। তাঁদের অসমে ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের মারধর পর্যন্ত করা হয়েছে। তাও আমরা লড়াই করেছি। বাংলায় NRC কেউ করতে পারবে না।" তিনি আরও বলেন, "বর্ডার এলাকায় BSF, CRPF, CISF-কে কোথাও কোথাও ভয় দেখিয়ে BJP-র হয়ে কাজ করতে বলা হচ্ছে। আমি তাঁদের সম্মান জানিয়ে অনুরোধ করছি, এসব করবেন না। আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব রাজ্য সরকারের। দয়া করে BJP-র হয়ে ক্যাম্পেনিং করবেন না। ওপার থেকে টাকা আসছে কি না সেটা দেখুন। এখন আবার কালো, লাল, নীল বাক্স আসছে। মোবাইলে ছবি তুলে রাখুন। ভয় করবেন না। এখানে আমাদের সরকার আপনাদের পাশে আছে।"