পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কবে পায়ের প্লাস্টার কাটবেন, ভার্চুয়াল সভায় নিজেই জানালেন মমতা - পায়ে প্লাস্টার মমতার

পায়ের প্লাস্টার কবে কাটবেন তা নিজেই জানালেন দলনেত্রী ৷ নন্দীগ্রামে মনোনয়ন জমার দিন পায়ে আঘাত পান তিনি ৷ তারপর থেকে হুইল চেয়ারে বসেই নির্বাচনী প্রচার করেন ৷

mamata
মমতা বন্দ্য়োপাধ্য়ায়

By

Published : Apr 25, 2021, 4:03 PM IST

মুর্শিদাবাদ, 25 এপ্রিল : পা ভালো হয়ে গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ আজ মুর্শিদাবাদের ভার্চুয়াল সভা থেকে একথা জানালেন দলনেত্রী স্বয়ং ৷ বাড়ি ফিরে পায়ের প্লাস্টার কাটা হবে বলে জানিয়েছেন তিনি ৷

10 মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমার দিন বাঁ পায়ে ধাক্কা লাগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করানো হয় ৷ প্লাস্টার করা হয় পায়ে ৷ এরপর থেকে হুইল চেয়ারে করে নির্বাচনী প্রচার সারছেন মমতা ৷ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যাবতীয় রোড শোয়েও মমতাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গেছে ৷ এবার নিজেই জানালেন প্লাস্টার খোলার বিষয়ে ৷

শুনুন মমতার বক্তব্য়

আরও পড়ুন-মন কি বাত বন্ধ করে কোভিড নিয়ে বলুন, মোদিকে খোঁচা মমতার

আজ ভার্চুয়ালি সভা থেকে মমতা বলেন, "এই এক মাস কুড়ি-বাইশ দিন আমি কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি ৷ এখন হয়তো আমার পা ভালো হয়ে গিয়েছে ৷ কিন্তু আমি যেহেতু বাড়িতে যেতে পারছি না, তাই (প্লাস্টার) কাটতে পারছি না ৷ কারণ আমি 10 দিন ধরে বাইরে ৷ টানা 10 দিন আমি বাইরে আছি ৷ সুতরাং বাড়ি গিয়ে আমাকে করতে হবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details