বাইরন বিশ্বাসের বাড়ি আয়কর তল্লাশিতে উদ্ধার 70 লক্ষ টাকা সামশেরগঞ্জ, 21 ডিসেম্বর: সাগরদিঘির বিধায়কের বাড়িতে টাকার পাহাড় ৷ 19 ঘণ্টার তল্লাশি অভিযানে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে 70 লক্ষ টাকা পেল আয়কর দফতর ৷ পাওয়া গিয়েছে প্রচুর সোনাও ৷ সূত্রের দাবি, এই টাকা ও সোনা আয়কর বহির্ভূত ৷ টাকা এবং সোনার পাশাপাশি প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷
বুধবার সকাল 7টা নাগাদ বিধায়কের সামশেরগঞ্জের বাড়িতে হানা দেন আয়কর দফতরের 28 জনের একটি দল ৷ বিধায়কের বাড়ি, বাড়ির সামনে বিড়ি এবং চা তৈরির কারখানা, স্কুল, বেসরকারি হাসপাতাল-সহ মোট 8 জায়গায় একসঙ্গে হানা দেয় আয়কর দফতর ৷ সেই তখন থেকে রাত 2টো পর্যন্ত একটানা তল্লাশি চলে। এরপর বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া টাকা-গয়না এবং নথি নিয়ে বিধায়কের বাড়ি ছেড়ে চলে যান আয়কর দফতরের আধিকারিকরা।
তল্লাশি চলাকালীন সংস্থার কর্মীদের ভিতরে ঢুকতে বা সেখান থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি ৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বাইরন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসকেও ৷ তিনি সংবাদমাধ্যমের সামনেই হাউহাউ করে কেঁদে ফেলেন ৷ তিনি বলেন, "আয়কর দফতরের কর্মীরা যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিয়েছি ৷ ওঁরাও আমাকে খুব সম্মান করেছে ৷"
প্রচুর পরিমাণে সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের বাড়ি থেকে ৷ তবে বাইরন বিশ্বাসের পরিবারের দাবি, নগদ টাকা কর্মচারীদের বেতনের জন্য রাখা হয়েছিল ৷ পরিবারের আরও দাবি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণেই প্রতিহিংসার রাজনীতির শিকার বাইরন বিশ্বাস ৷ তার জেরেই টাকা, সোনা ও প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷
সংশ্লিষ্ট দফতরের অভিযোগ, কয়েকদিন আগে তারা বায়রন বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযাগ পায় ৷ তারপর এই তল্লাশি অভিযান ৷ গত বছর রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যু হয় ৷ এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় ৷ সেই সময় বাইরন কংগ্রেসের হয়ে প্রার্থী হন ৷ তিনিই ভোটে জয়ী হয়ে বিধায়ক হন ৷ পরে জুন মাসে তৃণমূলের নবজোয়ার যাত্রার সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বাইরন ৷
আরও পড়ুন:
- সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, চলছে তল্লাশি
- দলবদলে তৃণমূলে যোগ বাইরনের, বিধায়ক পদ বাতিলের দাবিতে চিঠি আইনজীবীর
- দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের