কান্দি, 20 অক্টোবর: কান্দি থানার অন্তর্গত নতুনগ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে মৃতের নাম পাওয়ার হোসেন। বয়স 35 বছর।
সূত্রের খবর, শুক্রবার রাতে গ্রামের মধ্যে মাচাতে বসে ছিলেন পাওয়ার হোসেন। তার স্ত্রী নার্সিদা খাতুন এবছর পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন কিন্তু হেরে গিয়েছেন। তারপর থেকেই শত্রুতা ছিল গ্রামের মধ্য়ে। শুক্রবার সন্ধ্যায় মাচাতে বসে থাকাকালীনই শেষবারের মত স্ত্রীর সঙ্গে কথা হয় পাওয়ারের। তারপর বাড়ি যাওয়ার পথে অতর্কিতে তার উপর দুস্কৃতীরা গুলি চালায় বলে জানা গিয়েছে। বাড়ি ও মাচার মাঝামাঝি স্থানে ফাঁকা এলাকায় পর পর চার রাউন্ড গুলি চালানো হয় পাওয়ার হোসেনের উপর। ঘটনার জেরে স্বাভাবিকভাবে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে পাওয়ারকে ৷ এর আগে পঞ্চায়েত ভোটের সময় প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূলের সঙ্গে দ্বন্দ্বে দলত্যাগ করে নির্দলে যোগদান করেছিলেন পাওয়ারের স্ত্রী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার স্বামীকে খুন করেছে বলে অভিযোগ মৃত ব্যক্তির স্ত্রীয়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।