পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে সটান দোকানে ডাম্পার, ঘটনাস্থলেই মৃত 4, আহত 2 - খড়গ্রাম

চায়ের দোকানে ঢুকে গেল ডাম্পার ৷ চা খেতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চার ব্যক্তি ৷ ঠিক কী ঘটেছিল ?

ডাম্পার
ডাম্পার

By

Published : Jul 16, 2021, 11:12 AM IST

খড়গ্রাম, 16 জুলাই : নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল ডাম্পার ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল চারজনের ৷ গুরুতর জখম আরও দুই । আজ সকালে দুর্ঘটনাটি ঘটে খড়গ্রাম থানার ভালকুন্ডি গ্রামে । পুলিশ ডাম্পারটি আটক করেছে ৷ তবে চালক খালাসি পলাতক ৷


সকালে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন চারজন ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই একটি ডাম্পার হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দোকানে । যার জেরে ঘটনাস্থলেই মৃত্য়ু হয় দোকানে বসে থাকা চার ব্যক্তির ৷ মৃতদের নাম হেফাজ্জ্বল সেখ (62), প্রকাশ মার্জিত (32), উজ্জ্বল সেখ (18) ও আলামিন সেখ (65) ৷ এরা সকলেই ভালকুন্ডি গ্রামের বাসিন্দা ৷

অন্যদিকে, এই ঘটনায় আহত দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ আহতদের নাম জানা যায়নি ৷ তবে তারা পাশের গ্রাম মশাডাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানান, রামপুরহাট থেকে ওভার লোডেড ডাম্পারটি শেরপুরের দিকে আসছিল । রাস্তা খারাপ হওয়ার কারণে নিয়ন্ত্রণে হারিয়ে সেটি চায়ের দোকানে ঢুকে পড়ে ।

আরও পড়ুন :বকখালিতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

ABOUT THE AUTHOR

...view details