পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pranab Mukherjee: জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি বিকৃতি ! সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্তে পুলিশ - প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি বিকৃত

কংগ্রেস আমলে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ তারপর কংগ্রেস সরকারের একাধিক অর্থমন্ত্রক, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন প্রণব মুখোপাধ্যায় ৷ জীবনের শেষ ধাপে দেশের রাষ্ট্রপতি হন এই বঙ্গসন্তান ৷ তাঁর মূর্তি বিকৃত করা হল জঙ্গিপুরে ৷

ETV Bharat
প্রণব মুখোপাধ্যায়

By

Published : Jun 30, 2023, 2:21 PM IST

জঙ্গিপুরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি বিকৃতি

জঙ্গিপুর, 30 জুন: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি বিকৃত করা হল ৷ কারা এই কাজ করেছে, তা এখনও জানা যায়নি ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করতে পারে ৷ প্রাক্তন রাষ্ট্রপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুর পর জঙ্গিপুরে রঘুনাথগঞ্জ হাসপাতালের সামনে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয় ৷ বৃহস্পতিবার রাতে সেই মূর্তির গায়ে ছেঁড়া গেঞ্জি পরিয়ে দিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৷ এই ঘটনা সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে ৷

পঞ্চায়েত নির্বাচনের আগে এমন লজ্জার ঘটনায় প্রতিবাদে নেমেছে শাসক-বিরোধী সব দল ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, প্রণব মুখোপাধ্যায় শুধু কংগ্রেস সাংসদ বা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে পরিচিত নন ৷ এই বঙ্গসন্তান ভারতের সম্মানীয় প্রাক্তন রাষ্ট্রপতিও ৷

বীরভূমের মিরাটির বাসিন্দা প্রণব মুখোপাধ্যায়কে 2009 সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর অনুরোধ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ৷ বর্ষীয়ান কংগ্রেস নেতাকে জিতিয়ে আনার দায়িত্ব নেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে নির্বাচনে জয়ী হন দেশের কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় ৷

2014 সালে দ্বিতীয়বার ওই কেন্দ্র থেকেই ফের লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি ৷ তবে সাংসদ হিসেবে পাঁচ বছর সময় শেষ হওয়ার আগেই তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসীন হন ৷ বাবার ছেড়ে যাওয়া আসনে নির্বাচিত হন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ৷ জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনও রয়েছে ৷ এই এলাকার সঙ্গে মুখার্জী পরিবারের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে ৷

আরও পড়ুন: আলু পোস্ত, কাতলার কালিয়া ; খড়গ্রামে এলেই মধ্যাহ্নভোজন করতেন প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির আমল থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন অর্থনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় ৷ কখনও অর্থমন্ত্রক, কখনও বিদেশ মন্ত্রক ৷ দেশের রাজনীতিতে এখনও তিনি স্মরণীয় ৷ তাঁর লোকসভা কেন্দ্রে তাঁরই মূর্তি বিকৃত করায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে নেট পাড়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details