মুর্শিদাবাদ, ১৩ মার্চ : মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শটসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এদিকে, আগুন আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। এর জেরে পদপিষ্ট হয়েছেন একাধিক। আশঙ্কাজনক ৭ জন। সবারই চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিকেলে।
মুর্শিদাবাদ মেডিকেলে আগুন, পদপিষ্ট হয়ে মৃত ১ - fire brigrade
মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লেগেছে।
আগুন
আজ সকালে হাসপাতালের আউটডোরে পাঁচতলার ১১৮ নম্বর রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের তিনটি ইঞ্জিন। তারা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগী ও পরিজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্ট হন একাধিক। আশঙ্কাজনক অবস্থায় সাতজনের মুর্শিদাবাদ মেডিকেলেই চিকিৎসা চলছে।