পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jiaganj Fire: কোচিং সেন্টার খুলতে গিয়েছিলেন অরিজিৎ সিং, আগুন জিয়াগঞ্জের সেই নার্সিং কলেজে - Jiaganj Fire

আগুন লাগল জিয়াগঞ্জের নার্সিং কলেজে (Fire breaks out at Jiaganj College of Nursing) । শেষ পর্যন্ত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 1, 2023, 8:14 PM IST

আগুন লাগল জিয়াগঞ্জের নার্সিং কলেজে

জিয়াগঞ্জ, 1 ফেব্রুয়ারি:জিয়াগঞ্জ নার্সিং কলেজে আগুনের ঘটনায় আতঙ্ক । এদিন সন্ধ্যা নাগাদ ওই নার্সিংহোমে ধোঁয়া বার হতে দেখেই আতঙ্ক ছড়ায় । এরপর সেখানে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে । আতঙ্কে প্রশিক্ষণরত ছাত্রীরা বেড়িয়ে আসে (Fire breaks out at Jiaganj School and College of Nursing) ।

খবর দেওয়া হয় লালবাগ ফায়ার ব্রিগেডে । খানিক পরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে । কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । কিন্তু ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কে জল কম থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হত । স্থানীয় বাসিন্দারা বালতি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান । শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও ফায়ার ব্রিগেডের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

প্রাণহানীর ঘটনা না-ঘটলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । মাস কয়েক আগে ওই নার্সিং হোমেই ফ্রি কোচিং-সেন্টার খুলতে ঘর দেখতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ।

আরও পড়ুন: ধানবাদের হাসপাতালে আগুন পুড়ে মৃতদের মধ্যে গোঘাটের 3

প্রসঙ্গত, গতকাল ধানবাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের (Fire in Hospital in Dhanbad) ৷ শ্বাসরুদ্ধ হয়েই পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ ধানবাদের হাজরা হাসপাতালে আগুন লেগে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিনজন এরাজ্যের বাসিন্দা (Several People from Goghat Burnt to Death) ৷ সেই ঘটনায় এরাজ্যের হুগলির গোঘাটের আরও একজন ওই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৷ পাশাপাশি, আরও একজন নিখোঁজ রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details