জিয়াগঞ্জ, 1 ফেব্রুয়ারি:জিয়াগঞ্জ নার্সিং কলেজে আগুনের ঘটনায় আতঙ্ক । এদিন সন্ধ্যা নাগাদ ওই নার্সিংহোমে ধোঁয়া বার হতে দেখেই আতঙ্ক ছড়ায় । এরপর সেখানে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে । আতঙ্কে প্রশিক্ষণরত ছাত্রীরা বেড়িয়ে আসে (Fire breaks out at Jiaganj School and College of Nursing) ।
খবর দেওয়া হয় লালবাগ ফায়ার ব্রিগেডে । খানিক পরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে । কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । কিন্তু ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কে জল কম থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হত । স্থানীয় বাসিন্দারা বালতি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান । শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও ফায়ার ব্রিগেডের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে