পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : সোশাল মিডিয়া গুজব রটানোয় আটক বহরমপুরের 2, পরে মুক্তি - news on corona

কোরোনা নিয়ে গুজব রটানোয় বহরমপুরে আটক 2 । পরে তাদের ছেড়ে দেওয়া হয় । তবে, কোরোনা সম্পর্কিত কোনও ভুল তথ্য দিয়ে আতঙ্ক ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয় ।

murshidbaad
মুর্শিদাবাদ

By

Published : Apr 21, 2020, 2:28 PM IST

বহরমপুর, 21 এপ্রিল : সোশাল মিডিয়ায় ভুল তথ্য না ছড়ানোর বার্তা আগেই দিয়েছিল প্রশাসন । এবার সাংবাদিক বৈঠক ডেকে তা স্পষ্ট করে দিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন । কোরোনা সম্পর্কিত কোনও ভুল তথ্য দিয়ে আতঙ্ক ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল । সোশাল মিডিয়ায় নজরদারির পাশাপাশি এলাকায় চলছে পুলিশি ধরপাকড় ।

বহরমপুর সংলগ্ন হরিদাস মাটিতে দুই ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়েছেন বলে দু'দিন ধরে তোলপাড় হচ্ছে সোশাল মিডিয়া । দ্রুত এই খবর ভাইরাল হতেই বহরমপুরসহ গোটা জেলায় আতঙ্ক ছড়াতে শুরু করে । তদন্ত নেমে পুলিশ জানতে পারে, বহরমপুরে কোরোনা পজ়িটিভ মিলেছে বলে একটি পোস্ট ওয়ারিশ নামে এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে । পাশাপাশি বহরমপুরের স্বর্ণময়ীর বাসিন্দা তনুশ্রী দেচক্রবর্তী নামে এক মহিলার অ্যাকাউন্ট থেকেও এই পোস্ট ভাইরাল হয় ।

পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হরিদাস মাটিতে কোরোনা আক্রান্ত হওয়ার খবর গুজব । ভুল তথ্য প্রচারের অভিযোগে ওয়ারিশ নামে ওই যুবক ও তনুশ্রী দেচক্রবর্তী নামে মহিলাকে আটক করা হয়েছে । পরে তারা ক্ষমা চাওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয় । তবে আগামীদিনে কোরোনা সংক্রান্ত কোনও ভুল তথ্য ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details