পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের কাছে একাধিক দাবিতে মিছিল কংগ্রেসের - Adhir Chowdhury Rally at Murshidabad

বড়ঞাঁর বাহাদুরপুর থেকে মিছিল শুরু করে জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ শেষ হয় ডাকবাংলো মোড়ে ৷

অধীর চৌধুরি
অধীর চৌধুরি

By

Published : Jan 19, 2021, 10:27 PM IST

বড়ঞাঁ, 19 জানুয়ারি : কেন্দ্রের কাছে একাধিক দাবিতে মিছিল জেলা কংগ্রেস নেতৃত্বর ৷ এদিন মুর্শিদাবাদের বড়ঞাঁ এলাকায় মিছিল করেন কংগ্রেস নেতৃত্ব ৷ মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি ৷ বাহাদুরপুর মোড় থেকে মিছিল শুরু হয় ৷ শেষ হয় ডাকবাংলো মোড়ে ৷

আরও পড়ুন :23 জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত কেন্দ্রের, ফের দাবি মমতার

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বারবার পথে নেমেছে কংগ্রেস নেতৃত্ব ৷ কৃষি আইন থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বার বার প্রতিবাদ করেছে কংগ্রেস নেতৃত্ব ৷ রাজ্যে কেন্দ্রের বিরুদ্ধে বরাবর সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ এদিনের মিছিলেও তার ব্যতিক্রম হল না ৷ মিছিল থেকে তিনি বলেন, "লোক সমাগম বুঝিয়ে দিচ্ছে এখানে কংগ্রেস ছাড়া কেউ আসতে পারবে না ।"

ABOUT THE AUTHOR

...view details