পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Samshergange Election: সামশেরগঞ্জে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি - সামশেরগঞ্জে বিধানসভা

সামশেরগঞ্জে বিধানসভা ভোটের আগে বোমাবাজির অভিযোগ ৷ নামো চাচন্ড গ্রামে শনিবার রাতে একদল দুষ্কৃতী স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ ৷ সেই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Bombing at TMC Leader House in Samshergange Ahead of Assembly Election
ভোটের আগে সামশেরগঞ্জে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি

By

Published : Sep 26, 2021, 1:48 PM IST

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 26 সেপ্টেম্বর : ভোটের আগে বোমাবাজির জেরে ফের উত্তপ্ত সামশেরগঞ্জের নামো চাচন্ড এলাকা ৷ দু’দিন আগেই এক সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠেছিল ৷ তার পর এবার একই গ্রামে রাতের অন্ধকারে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠল ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ বিধানসভার নামো চাচন্ড গ্রামে ৷

রাতেই বোমাবাজির খবর পেয়ে এলাকায় যায় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতেই ঘুমিয়ে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি মহিরুদ্দিন শেখ ৷ রাত প্রায় দু’টো নাগাদ হঠাৎই পরপর দুটো বোমার আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর ৷ তৃণমূলের ওই বুথ সভাপতি জানিয়েছেন, তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশকে । যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Sujan Chakraborty : সততা, দায়বদ্ধতা শিখতে মমতার দশজন্ম লাগবে; কটাক্ষ সুজনের

প্রসঙ্গত, ক’দিন আগেই একই বুথে সিপিআইএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ফেলে দুষ্কৃতীরা ৷ অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই বোমা ফেলে ৷ তার পর ফের ওই গ্রামে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ অবিলম্বে দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details