সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 26 সেপ্টেম্বর : ভোটের আগে বোমাবাজির জেরে ফের উত্তপ্ত সামশেরগঞ্জের নামো চাচন্ড এলাকা ৷ দু’দিন আগেই এক সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠেছিল ৷ তার পর এবার একই গ্রামে রাতের অন্ধকারে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠল ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ বিধানসভার নামো চাচন্ড গ্রামে ৷
রাতেই বোমাবাজির খবর পেয়ে এলাকায় যায় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতেই ঘুমিয়ে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি মহিরুদ্দিন শেখ ৷ রাত প্রায় দু’টো নাগাদ হঠাৎই পরপর দুটো বোমার আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর ৷ তৃণমূলের ওই বুথ সভাপতি জানিয়েছেন, তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশকে । যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷