সামশেরগঞ্জ, 5 জুন:আমবাগান থেকে উদ্ধার দু'ব্যাগ ভরতি বোমা ৷ সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার কৃষি মান্ডি সংলগ্ন এলাকার ঘটনা ৷ পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ ও বোম্ব স্কোয়াডের কর্মীরা ৷
কে বা কারা আমবাগানে বোমাগুলো রেখেছে তা জানতে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । দু‘টি ব্যাগে প্রায় 16টি বোমা থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । এদিকে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় ৷
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হতে শুরু করছে মুর্শিদাবাদ । কার্যত বারুদের স্তূপে পরিণত হচ্ছে মুর্শিদাবাদ। প্রায়দিনই কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র বা বোমা । মাত্র একদিন আগে বেলডাঙা থেকে উদ্ধার হয়েছে 30টি তাজা সকেট বোমা । সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই সামশেরগঞ্জ থেকে আবার বোমা উদ্ধার ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই সমস্ত বিস্ফোরকের বেশিরভাগই আসছে ভিন রাজ্য থেকে।