ডোমকল, 29 এপ্রিল : একুশের নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোট আজ ৷ আর তার আগেই উতপ্ত হয় উঠল ডোমকল । ভোট শুরুর আগেই মৃত্যু হয় এক সিপিএম কর্মীর । তাঁকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের দিকে ৷
অভিযোগ, 75 নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতে নির্বাচনী বিধি ভঙ্গ করে আট খানা গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে হুমকি দিচ্ছিলেন এবং ভীতি প্রদর্শন করছিলেন । এই ঘটনা দেখে সেখানে স্থানীয় মানুষজন জড়ো হলে, বাম-কং জোটের কর্মী কাদের আলি মণ্ডল ,ওয়াসিম আল মামুন , লালচাঁদ মণ্ডলকে গাড়িতে চাপা দিয়ে চলে যান তাঁরা ।