পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লালগোলায় রেশনে খাদ্যসামগ্রী না দেওয়ার অভিযোগ, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ - ময়া গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ

রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগে লালগোলার ময়া গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা ৷

lalgola
লালগোলা

By

Published : May 4, 2020, 7:56 PM IST

লালগোলা , 4 মে : রেশনে খাদ্য সামগ্রী না পেয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । লালগোলা থানার ময়া গ্রাম এলাকার ঘটনা ৷

রাজ্যের বিভিন্ন জেলায় রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে প্রায়ই ৷ এবার রেশন না দেওয়ার অভিযোগ উঠল লালগোলার ময়া গ্রামে ৷ ময়া গ্রাম পঞ্চায়েতের শুধুমাত্র আট নম্বর সংসদে রয়েছেন 576 জন । উপভোক্তারা রেশন সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে । আট নম্বর সহ বেশ কয়েকটি সংসদের বঞ্চিত উপভোক্তাদের তালিকা তৈরি করে BDO-র হাতে তুলে দেওয়া হয়েছিল ৷ কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি বলে দাবি গ্রামবাসীদের ৷

BDO অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল , পঞ্চায়েতের মাধ্যমে তাদের রেশন দেওয়া হবে । কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেও পঞ্চায়েত থেকে কোনও সাহায্য না মেলায় আজ বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । কয়েকশ মানুষ পঞ্চায়েত অফিসে ঢুকে খাদ্য বিক্ষোভ শুরু করে । বিক্ষোভের জেরে পঞ্চায়েতের কাজও বন্ধ হয়ে যায় ৷ কিন্তু তারপরেও পুলিশের প্রশাসনের দেখা মেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details