কলকাতা, ১৫ জুন: করোনা প্যানডেমিক থেকে লকডাউন সমাজের সবস্তরের মানুষের পাশাপাশি সব থেকে ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকরা । এবার তাঁদের জন্য আলাদা দফতর খোলার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সোমবার এই বিষয়ে তিনি চিঠি দেন । চিঠিতে তিনি উল্লেখ করেন, পরিযায়ী শ্রমিকদের অবস্থা ভারতের অন্যরাজ্য এবং সমগ্র বিশ্বে অত্যন্ত খারাপ । চিঠিতে তিনি তাঁদের দুঃখ-দুর্দশার কথাও তুলে ধরেন ।
চিঠিতে অধীরবাবু উল্লেখ করেন, রাজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যে আলাদা দফতর খুলে তাঁদের সঠিক তথ্য রাখা উচিৎ । এই বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । শুধু পশ্চিমবঙ্গই নয়, প্রতিবেশী রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও রাজ্যে বিশেষত কলকাতায় আসেন জীবিকা নির্বাহের জন্য । তাঁদের দুর্দশার পরিস্থিতিও আমরা দেখেছি লকডাউনের সময় । ফলে তাঁদের জন্য আলাদা দফতর খুললে সরকার এবং পরিযায়ী শ্রমিক উভয়েরই সুবিধা হয় ।