পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury : বিরোধী-ঐক্য ভাঙতে বিজেপির হয়ে কাজ করছে তৃণমূল, অভিযোগ অধীরের - Abhishek Banerjee

আগামী 30 সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিধানসভার নির্বাচন ৷ ওই কেন্দ্রে শুক্রবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ সেখান থেকেই তিনি তৃণমূল ও বিজেপিকে একসুরে আক্রমণ করেন ৷

adhir chowdhury claims that tmc to break opposition alliance for bjp
Adhir Ranjan Chowdhury : বিরোধী-ঐক্য ভাঙতে বিজেপির কাজ করছে তৃণমূল, অভিযোগ অধীরের

By

Published : Sep 25, 2021, 1:37 PM IST

Updated : Sep 25, 2021, 3:39 PM IST

বহরমপুর, 25 সেপ্টেম্বর : ভারতীয় জনতা পার্টি (BJP) এবং নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কেন্দ্রের সরকার থেকে উৎখাত করতে বিরোধী রাজনৈতিক দলগুলি যে ঐক্য গড়ে তুলছিল, তা ভাঙার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ শুক্রবার এই অভিযোগ করেছেন লোকসভায় কংগ্রেসের (Congress) দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

আগামী 30 সেপ্টেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন (Samserganj Assembly Election) ৷ সেই নির্বাচনের প্রচার মঞ্চ থেকে এই অভিযোগ করেন বহরমপুরের সাংসদ ৷ তাঁর দাবি, তৃণমূল এখন হঠাৎ করে বিজেপির দালালি করা শুরু করেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে সুপারি নিয়ে বিরোধী ঐক্য ভাঙার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল ৷

আরও পড়ুন :Krishna Kalyani : বিধায়ক-কার্যালয় থেকে সরল কৃষ্ণ কল্যাণীর ছবি, দল বদলের জল্পনা তুঙ্গে

কেন তিনি তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন, এদিন তার ব্যাখ্যাও দিয়েছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি ৷ তাঁর দাবি, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডি (ED) ডেকেছে ৷ তার পর থেকেই কংগ্রেস বিরোধিতায় সুর চড়িয়েছেন মমতা ও তাঁর দলের নেতারা ৷ অভিষেককে ইডির হাত থেকে বাঁচাতেই তৃণমূল বিজেপির হয়ে কাজ করছে ৷

অধীর চৌধুরীর মতে, বিজেপি চাইছে যাতে বিরোধী জোট না হয় । বিরোধী জোটকে বিজেপি ভয় পাচ্ছে । তাই বিরোধী জোটে ফাটল ধরাতে তৃণমূলকে ব্যবহার করছে বিজেপি ।

আরও পড়ুন :Bhabanipur By Election : শ্লীলতাহানির অভিযোগ প্রিয়াঙ্কার, পুলিশকর্তাকে ভবানীপুরের ভোট থেকে সরাতে কমিশনে বিজেপি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বৃহস্পতিবার সামশেরগঞ্জে নির্বাচনী প্রচার করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় তিনি আক্রমণ করেছিলেন অধীর চৌধুরীকে ৷

তৃণমূল ও বিজেপিকে একসুরে আক্রমণ অধীর চৌধুরীর

তবে অভিষেকের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ অধীর চৌধুরী ৷ প্রতিপক্ষ শিবিরের অনুজ এই নেতাকে ‘ছেলে-ছোকরা’ বলেও কটাক্ষ করেন তিনি ৷ কমবয়সী নেতাদের কথার প্রতিক্রিয়া দেবেন না বলেও জানিয়েদেন ৷

আরও পড়ুন :Mamata Banerjee: আমায় শারীরিক আঘাত করার পরিকল্পনা ছিল বিজেপির: মমতা

কিন্তু বিজেপির বিরুদ্ধে তিনি কড়া আক্রমণ শানান ৷ অধীরের অভিযোগ, ‘‘বিজেপি কর্পোরেটদের মালিক । আদানি-আম্বানিদের দায়িত্ব নিয়েছে বিজেপি । ভারতবর্ষ নামক দেশটাই বিক্রি করে দিচ্ছে । 6 লক্ষ কোটি টাকার টেন্ডার ডেকেছে । যারা আদানি-আম্বানিদের কথায় চলে, তারা বিড়ি মালিকদের কী বলবে আমার জানা নেই ৷’’

Last Updated : Sep 25, 2021, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details