কান্দি, 13 মে : প্রবল ঝড়বৃষ্টিতে কান্দিতে ভেস্তে গেল অধীর চৌধুরির নির্বাচনী জনসভা । আজ বিকেলে কান্দির আদিরাপাড়া টাউন কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী সফিউল আলম খানের সমর্থনে জনসভাটি আয়োজন করা হয়েছিল ।
শুরুতেই বক্তব্য শেষ, ঝড়-বৃষ্টিতে সভা বানচাল অধীরের - election campaign
আজ কান্দিতে নির্বাচনী সভার প্রধান বক্তা ছিলেন অধীর চৌধুরি । তবে, ঝড়-বৃষ্টিতে সভা বানচাল হয় তাঁর ।
ঝড়-বৃষ্টিতে সভা বানচাল অধীর চৌধুরির
আজ কান্দিতে নির্বাচনী সভার প্রধান বক্তা ছিলেন অধীর চৌধুরি । নির্ধারিত সময়ে দলীয় প্রার্থী, নেতা, কর্মী-সমর্থকদের সঙ্গে সভাস্থানে উপস্থিত হয়েছিলেন অধীরবাবু । তবে কয়েক মিনিটের মধ্যেই ঝড় ও টানা বৃষ্টির জন্য সভা শুরুর পরই ইতি টানতে হয় ।
Last Updated : May 13, 2019, 11:54 PM IST