জিয়াগঞ্জ, 3 জুন : প্রায় পাঁচ হাজার অনুগামী নিয়ে BJP-তে যোগ দিলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর মণ্ডল । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । উপস্থিত ছিলেন BJP-র জেলা সভাপতি গৌরীশংকর ঘোষ সহ একাধিক নেতা ।
5 হাজার অনুগামীসহ BJP-তে যোগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের - tmc workers
BJP-তে যোগ দিলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান শংকর মণ্ডল । সেই সঙ্গে যোগ দেন তাঁর পাঁচ হাজার অনুগামী ।
আজ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দলীয় সভায় আসেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন, "জয়শ্রীরাম নিয়ে কারও কোনও সমস্যা নেই । সমস্যা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের । রামকে নিয়ে কোনও সমস্যা হলে রামই তার সমাধান করবেন । এনিয়ে আমরা ভাবি না । বাংলায় BJP-তে যোগদান মেলা শুরু হয়েছে । তাই দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেকফেল হয়ে গেছে । দলের কর্মী-সমর্থকদের ধরে রাখাই এখন তৃণমূলের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।"
তিনি আরও বলেন, "এখন জয়শ্রীরাম বলে নিন । এরপর হয়ত জয়শ্রীরাম বলতে আদালতের অনুমতি লাগবে । BJP-র বিরোধিতা করতে করতে এখন ওরা রামের বিরোধিতা শুরু করে দিয়েছেন । মনে রাখতে হবে রামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারেনি ।"