পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BDO অফিসে চাকরির জন্য ID কার্ড, কাগজপত্র ; প্রতারিত 5 - BDO অফিসে চাকরি দেওয়ার প্রতারণা

BDO অফিসে চাকরি দেওয়ার প্রতারণা । প্রতারিত 5 ।

5 college students are cheated in murshidabad
প্রতারিত পড়ুয়ারা

By

Published : Jul 2, 2020, 2:39 PM IST

বড়ঞা(মুর্শিদাবাদ), 2 জুলাই : BDO অফিসে কোরোনা মোকাবিলার জন্য কর্মী চাই । এমনই প্রচার চালিয়ে প্রায় লাখ খানেক টাকা হাতাল প্রতারক । প্রতারিত পড়ুয়ারা । মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত বৈদ্যনাথপুর ও কয়থা গ্রামের ঘটনা ।

অভিযোগ, BDO অফিসে কোরোনা মোকাবিলা করার জন্য গ্রামে গ্রামে গাড়িতে কয়েকজন প্রচার চালায় । তারা BDO-র রিসিভ করা একটি ফর্মও পূরণ করিয়ে নেয় । সঙ্গে 30 থেকে 35 হাজার টাকা নিয়েছে তারা ।

5 জন ছাত্রছাত্রীর কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে । এমন কী, পরের দিন ওই যুবক যুবতিকে একটি করে ফেক ID কার্ড, একটি টি-শার্ট এবং ভুয়ো কাগজপত্র ধরিয়ে দেওয়া হয় । বলা হয় BDO অফিসে ইন্টারভিউয়ের কথা ।

BDO অফিসে চাকরি, প্রতারিত 5

কথামতো পরের দিন যুবক-যুবতিরা স্থানীয় BDO অফিসে গেলে পুরোটাই ভুয়ো তা জানতে পারে । বড়ঞা ব্লকের BDO সাগর ঘোষ পুরো বিষয়টির খোঁজ নেবেন বলে জানিয়েছেন । প্রতারকদের হাত থেকে বাঁচতে গেলে সাবধানে ও সজাগ হয়ে থাকার আবেদন করেছেন । প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে ।

ABOUT THE AUTHOR

...view details