পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিনগরে কলাবাগান থেকে উদ্ধার 27টি তাজা বোমা - উদ্ধার 27টি তাজা বোমা

রানিনগরের গোধনপাড়া ছয়ঘড়িয়া মাঠে কলাবাগান থেকে তিনটি ব্যাগ ভরতি বোমা উদ্ধার করা হয় ৷

bombs recovered
তিনটি ব্যাগ ভরতি বোমা উদ্ধার

By

Published : Jan 19, 2021, 7:37 PM IST

রানিনগর,19 জানুয়ারি : কলাবাগান থেকে তিনটি ব্যাগ ভরতি 27টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি রানিনগর থানার ছয়ঘড়িয়া পাড়া এলাকায়। রানিনগর থানার পুলিশ ছয়ঘড়িয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে।

গোধনপাড়া ছয়ঘড়িয়া মাঠে একটি কলাবাগানে তিনটি ব্যাগে বোমাগুলি মজুত করা ছিল। কে বা কারা বোমাগুলি কী উদ্দেশ্যে মজুত রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বাজেয়াপ্ত বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

উদ্ধার 27টি তাজা বোমা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিনগর এলাকা কয়েকদিন থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ।

আজ বিকেলে স্থানীয় বাসিন্দারা কলাবাগানে তিনটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন । অভিযান চালিয়ে পুলিশ 27টি তাজা বোমা উদ্ধার করে। পরে বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

ABOUT THE AUTHOR

...view details