মূর্শিদাবাদ, 19 জুন: বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে মৃত্য়ু 2 যাত্রীর ৷ ঘটনায় জখম হয়েছেন 22 জন ৷ সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ তগানার বাসুদেবপুর বাসস্ট্যান্ডে । সামশেরগঞ্জ-বহরমপুর রুটের একটি বেসরকারি বাসকে ধাক্কা মারে একটি মালবাহী লরি ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷
জানা গিয়েছে, এদিন সাজুর মোড়ের দিক থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিল একটি বাসটি ৷ বাসুদেবপুর বাস স্ট্যান্ডে যাত্রী তুলছিল ওই বেসরকারি বাসটি। তখনই পিছন থেকে একটি মালবাহী লরি বাসে ধাক্কা মারে। তাতে বেশ কয়েকজনের গুরুতর আঘাত লাগে। আহতদের দু‘জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকদের প্রথমিক অনুমান । ঘটনায় জখম হন 22 জন । জখমদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাস স্ট্যান্ডে ।