মুর্শিদাবাদ, 2 জুন: COVID-19 আক্রান্তের সংখ্যায় সেঞ্চুরি পার মুর্শিদাবাদে । মঙ্গলবার নতুন করে 5 জন আক্রান্ত হয়েছেন বলে জানাল জেলা প্রশাসন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা হল 102৷ গোটা ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর৷ তবে, জেলায় দু'লাখের বেশি পরিযায়ী শ্রমিকের আগমণকেই বাড়তি আক্রান্তের কারণ হিসেবে ধরা হচ্ছে৷ এদিকে, বিরোধী দলগুলির অভিযোগ, যে পরিমাণ পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে ফিরছেন সেই মতো পর্যাপ্ত কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করেনি স্বাস্থ্য দপ্তর৷
আক্রান্তের সংখ্যায় একশো ছাড়াল মুর্শিদাবাদ, কাঠগড়ায় পরিযায়ীরা - মুর্শিদাবাদে কোরোনা আক্রান্ত 102
একশো ছাড়াল মুর্শিদাবাদের আক্রান্তের সংখ্যা৷ জেলায় আরও 5 জন আক্রান্ত হয়েছে বলে জানাল জেলা প্রশাসন৷ সব মিলিয়া মোট আক্রান্তের সংখ্যা 102৷ ইতিমধ্য়ে জেলায় প্রায় দু'লাখ পরিযায়ী শ্রমিক ফিরেছেন৷ অসংখ্য পরিযায়ী শ্রমিকের আগমণকেই বাড়তি আক্রান্তের কারণ হিসেবে ধরা হচ্ছে৷
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন 5 আক্রান্তের 2 জন নবগ্রাম ব্লকের বাসিন্দা, 2 জন খড়গ্রাম ব্লকের ও 1 জন লালগোলা ব্লকের অধিবাসী। প্রত্যেককেই জেলার কোরোনা চিকিৎসাকেন্দ্রে মাতৃসদন হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে দ্রুত আক্রান্তের সংখ্যা একশো ছাপিয়ে যাওয়ায় চিন্তায় পড়েছে জেলা প্রশাসন৷ তবে, আক্রান্তের সংখ্যা বাড়ায় কাঠগড়ায় তোলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। ইতিমধ্যে প্রায় দু'লাখ পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে ফিরেছেন। আজও পরিযায়ী শ্রমিকদের নিয়ে জেলায় ঢুকেছে একটি শ্রমিক স্পেশাল ট্রেন৷
এদিকে, জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ায় সুর চড়াচ্ছে বিরোধী দলগুলি৷ তাঁদের দাবি, জেলা প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের গাফিলতি রয়েছে৷ বহু এলাকায় লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না। সেই বিষয়ে ব্য়বস্থা নেওয়া হচ্ছে না৷ পাশাপাশি মুর্শিদাবাদে নিয়মিত অসংখ্য পরিযায়ী শ্রমিক ফিরলেও সেই মতো পর্যাপ্ত কোয়ারানটিন সেন্টার নেই বলে অভিযোগ করছেন বিরোধীরা৷