পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্বশুরবাড়িতে উদ্ধার যুবতির ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ - house wife unnatural death in malda

গত বছর সেপ্টেম্বরে পরানপুরের মিমনদিঘি গ্রামের নুর আলমের সঙ্গে নিকাহ হয় নাসিমের । আজ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

মালদা
মালদা

By

Published : Aug 20, 2020, 8:13 PM IST

পুখুরিয়া, 20 অগাস্ট : নিকাহর পর এখনও এক বছরও হয়নি ৷ এরই মাঝে শ্বশুরবাড়িতে যুবতির অস্বাভাবিক মৃত্যু হল ৷ মৃতার নাম নাসিম বিবি। রতুয়া দুই ব্লকের পরানপুর গ্রাম পঞ্চায়েতের মিমনদিঘি গ্রামের ঘটনা ৷ তাকে খুন করা হয়েছে বলে মৃতার আব্বার অভিযোগ । এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুখুরিয়া থানার পুলিশ ৷

নাসিমের আব্বার বাড়ি হরিশ্চন্দ্রপুরে ৷ আব্বা আনিসুর রহমান পেশায় কৃষক ৷ গত বছর সেপ্টেম্বরে দেখাশোনা করে তার নিকাহ দেয় পরিবার ৷ পরানপুরের মিমনদিঘি গ্রামের নুর আলমের সঙ্গে নিকাহ হয় তার ৷ নিকাহর পর নাসিম শ্বশুরবাড়িতে ভালোই ছিল ৷ কিন্তু সম্প্রতি শওহরের সঙ্গে কিছু সমস্যা দেখা দেয় বলে অভিযোগ নাসিমের আব্বার পরিবারের সদস্যদের একাংশের ৷

মহম্মদ আলমগির নামে নাসিমের এক আত্মীয় বলেন, "শ্বশুরবাড়িতে কোনও সমস্যা দেখা দেওয়ায় কয়েকদিন আগে নাসিম আব্বার বাড়ি চলে যায় ৷ শনিবার তাকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ তারপরই গতকাল বিকেল চারটে নাগাদ নাসিম জামাইবাবুকে ফোন করে জানায়, শ্বশুরবাড়িতে তাকে তিনদিন ধরে খেতে দেওয়া হচ্ছে না ৷ গত পরশু রাতে সে চুরি করে ভাত নিয়ে গোয়ালঘরে বসে খেয়েছে ৷ তাকে মারধরও করা হয়েছে ৷ গতকাল নাসিমের শ্বশুরবাড়ি পাড়ার এক প্রতিবেশী ফোন করে জানায়, নাসিম নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ৷ আমরা গতরাতেই নাসিমের শ্বশুরবাড়িতে যায় ৷"

পুখুরিয়া থানার OC ঝোটন প্রসাদ বলেন, "গতরাতেই ওই যুবতির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ৷ আজ দেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবতি কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ৷ কিন্তু কেন সেই অবসাদ তা জানা যায়নি ৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ পরবর্তীতে কোনও অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী তদন্ত শুরু হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details